• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভুল করে ট্রেলারের বদলে পুরো সিনেমা আপলোড!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুলাই ২০১৮, ০৮:৪৮
ছবি: সংগৃহীত

সিনেমা মুক্তির আগে ট্রেলার মুক্তি দেয়া হয়। সব সময় এমনটাই হয়ে আসছে। কিন্তু এবার ভুল করে ট্রেলার প্রকাশ করতে গিয়ে পুরো সিনেমায় মুক্তি দিয়েছে একটি প্রযোজনা সংস্থা।

সম্প্রতি ইউটিউবে আপলোড করা হয়েছিল 'খালি দ্য কিলার: অফিসিয়াল রেড ব্যান্ড ট্রেলার'। কিন্তু ট্রেলার দেখতে গিয়ে দর্শক পুরো সিনেমাটাই দেখে নিয়েছে।

দর্শক যখন ট্রেলার দেখার জন্য ওই ভিডিও লিঙ্ক খুলে দেখলেন, তখন দেখা গেলো সেখানে ট্রেলারের বদলে রয়েছে ৮৯ মিনিটের পুরো সিনেমা। প্রযোজনা সংস্থার কর্মীদের তা খেয়াল হলো তখন প্রায় ৬ ঘণ্টা সময় কেটে গেছে।

এসময়ের মধ্যেই ছবিটি দেখে নিয়েছে ১১ হাজারেরও বেশি দর্শক। পুরো ঘটনাটিই ভুল বশত হয়েছে। প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

'খালি দ্য কিলার' মূলত একটি ক্রাইম ড্রামা। এটি পরিচালনা করেছেন জন ম্যাথিউজ। সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছেন রিচার্ড ক্যাবরাল৷ শিগগিরই এটি অনলাইনে প্রকাশ পাবে। ছবিটি ডিজিটাল মাধ্যমে টাকা দিয়ে দেখতে হবে।

জানা গেছে, এরই মধ্যে আমেরিকা, জার্মানিসহ বেশকিছু দেশে ছবিটি মুক্তি পেয়েছে। ছবিতে উঠে এসেছে ঠাণ্ডা মাথার এক খুনির গল্প।

আরও পড়ুন :

তাদের হাতে প্ল্যাকার্ড কেন?

‘যদি একদিন’ সিনেমার সঙ্গে আইফ্লিক্স

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh