• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাট্যশালায় প্রথমবার ‘ক্রাচের কর্নেল’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুলাই ২০১৮, ১৯:৫২
ছবি: ক্রাচের কর্নেল নাটকের দৃশ্য।

প্রথমবারের মতো জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হবে নাটক ‘ক্রাচের কর্নেল’। আগামী ৩ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে।

মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ কর্নেল আবু তাহেরের জীবনীভিত্তিক উপন্যাস ‘ক্রাচের কর্নেল’লিখেছেন শাহাদুজ্জামান। সেই উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার।

বটতলা নাট্যদলের প্রযোজনা হিসেবে এটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ২০১৬ সালের ডিসেম্বরে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।

বটতলার ক্রিয়েটিভ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার আরটিভি অনলাইনকে বলেন, এই নাটকটি ঢাকা ও বিভিন্ন জেলা শহরে মঞ্চস্থ হয়েছে। ভারতেও নাটকটির একাধিক মঞ্চায়ন হয়েছে। তবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এবারই প্রথম মঞ্চস্থ হবে।’

তিনি আরও বলেন, ‘মিলনায়তন বরাদ্দ না পাবার কারণেই নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির শো করা সম্ভব হয়নি। নাট্যশালায় শো নিয়ে আমরা ভীষণ সিরিয়াস। দলের সবাই মহড়ায় খুবই মনোযোগী।’

‘ক্রাচের কর্নেল’নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভূঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, নাফিজ বিন্দু, সবুজ সরকার, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম, নাফিউল আহমেদ।

পোশাক পরিকল্পনা করেছেন হুমায়রা আখতার, কোরিওগ্রাফি করেছেন সামিনা লুৎফা নিত্রা, আলোকসজ্জা করেছেন খালিদ মাহমুদ সেজান। এছাড়া আবহসঙ্গীত পরিকল্পনা করেছেন পিন্টু ঘোষ।

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াতের আসর
X
Fresh