• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঈদের পঞ্চম দিনে আরটিভির আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুন ২০১৮, ১৬:৪৭
ছবি: সংগৃহীত

ঈদের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। চাঁদরাত থেকেই শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠানমালার সম্প্রচার। ঈদের পঞ্চমদিন আগামীকাল বুধবার আরটিভিতে বিশেষ যা থাকছে, তার দিকে একটু চোখ বুলিয়ে নিন।

সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে সিসিমপুর (সরাসরি)। ১০টা ৪০মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘আয়নাবাজি’। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, পার্থ বড়ুয়া প্রমুখ।

দুপুর ২টা ১০মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘মাটির ঠিকানা’। এতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা প্রমুখ। বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বৃদ্ধাশ্রমে ঈদ’। উপস্থাপনা করেছেন সাবরিন সাকা মিম। প্রযোজনা করেছেন আবুল কালাম নাসির উদ্দিন।

৬টায় প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক ‘হাটফেল ফয়েজ’। বৃন্দাবন দাস রচিত নাটকটি পরিচালনা করেছেন- মিলন ভট্টাচার্য্য। অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, অপর্ণা ঘোষ, বৃন্দাবন দাস, শাহনাজ খুশী, মিলন ভট্টাচার্য্য, শাহীদ-উন-নবী প্রমুখ।

ঈদ উপলক্ষে আরটিভিতে চলছে সাতদিনব্যাপী ‘মোশাররফ উৎসব’। এতে মোশাররফ করিম অভিনীত নাটকগুলো প্রচার হচ্ছে। এই আয়োজনে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ওপেনটি বায়োস্কোপ’। মেহরাব জাহিদ রচিত নাটকটি পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারহানা মিলি প্রমুখ।

৭টা ৫৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক ‘ফুটবল ফারুক’। আকাশ রঞ্জনের কাহিনি অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন দয়াল সাহা ও আকাশ রঞ্জন। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, সালহা খানম নাদিয়া, তৌসিফ মাহবুব, আরফান আহমেদ, আনন্দ খালেদ প্রমুখ।

রাত ৮টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘যে মাসে সুখ থাকে’। মেহরাব জাহিদ রচিত নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে অভিনয় করেছেন- জাহিদ হাসান, মোনালিসা প্রমুখ।

৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক ‘মাহিনের লাল ডায়েরি’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফারুক আহমেদ, আ খ ম হাসান, সালহা খানম নাদিয়া, এ কে আজাদ, রোবেনা রেজা জুঁই প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে লাক্স নিবেদিত একক নাটক ‘বিবাহ কলহ’।

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওটিটিতে আসছে ‘আয়নাবাজি’
X
Fresh