• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘বাবা আমি তোমার কাছে আসছি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০১৮, ১০:৩৫
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ গত ২২ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার সর্বশেষ অভিনীত ধারাবাহিক নাটক ছিল ‘নীড় খোঁজে গাঙচিল’। মে মাসের প্রথম সপ্তাহে কক্সবাজারে নাটকটির শুটিং করেন তিনি।

এই নাটকের একটি সংলাপ এরকম- ‘বাবা, আমি তোমাকে খুঁজছি, কিন্তু কোথাও পাই না। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আমি তোমার কাছে আসছি।’ সেই সংলাপের মতোই তাজিন আহমেদ চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে।

এই ধারাবাহিক নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। ঈদ উপলক্ষে শনিবার দুপুরে টেলিছবিটি প্রচারিত হয়েছে বাংলাভিশনে। এই টেলিছবিতে তাজিনের সঙ্গে অভিনয় করেন সজল, অহনা, লীনা আহমেদ প্রমুখ।

এই ধারাবাহিকটি ছাড়াও তাজিন আহমেদ আরও দুটি টেলিছবিতে অভিনয় করেন। এর মধ্যে একটির নাম ‘তোমাকেই খুঁজছি’।

পরিচালক মোহন খান জানান, এবারের ঈদেই টেলিছবিটি প্রচার হবার কথা ছিল। কিন্তু সম্পাদনার কাজ সম্পন্ন করা যায়নি।

তাজিন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে তিনি আরণ্যক নাট্যদলের মাধ্যমে মঞ্চনাটকে অভিনয় করেন। পরবর্তীতে টেলিভিশন নাটকে ব্যস্ত হয়ে পড়েন। টেলিভিশন নাটকের মাধ্যমে পান তারকাখ্যাতি।

শেষ জীবনে এসে টেলিভিশন নাটকে কিছুটা অনিয়মিত ছিলেন তাজিন। মঞ্চে তাকে সর্বশেষ দেখা যায়, আরণ্যকের দর্শক নন্দিত ‘ময়ূর সিংহাসন’ নাটকে। এই নাটকে তিনি প্রিন্সেস বলাকা নামের একটি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

পিআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh