• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপ ফুটবল- ২০১৮

কোন তারকার প্রিয় দল কোনটি

পাভেল রহমান, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০১৮, ১৪:৪৬
ছবি: সংগৃহীত

এবারের ঈদ ও বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দারুণ উন্মাদনা কাজ করছে পুরো দেশজুড়ে। শোবিজ তারকারাও মেতেছেন ফুটবল উৎসবে। প্রিয় দলের জার্সি পরিহিত ছবি ফেসবুকে প্রকাশ করে এই উৎসবে মেতেছেন তারকা। শোবিজ তারকাদের বিশ্বকাপ উন্মাদনা নিয়েই সাজানো হয়েছে এই প্রতিবেদন।

বিশ্বকাপ উন্মাদনায় যে একটু বেশিই ঝুঁকে আছেন অভিনেত্রী জয়া আহসান। সেটা বোঝা গেলো তার সঙ্গে কথা বলে। প্রিয় দলের খেলা দেখতে রাশিয়ায় যাবেন এই অভিনেত্রী। ব্রাজিলের সাপোর্টার জয়া আহসান ঈদের পরপরই রাশিয়ায় যাবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে ফেসবুক প্রোফাইল পিকচারই বলে দিচ্ছে তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী ব্রাজিল দলের সাপোর্টার। প্রিয় দলের খেলা দেখতে নানা রকম প্রস্তুতিও নিয়েছেন তারা। বেশ আয়েশ করে এবারের বিশ্বকাপ ফুটবল খেলা দেখবেন, সঙ্গে ঈদের আনন্দ তো আছেই।

সঙ্গীতশিল্পী আসিফ আকবরের প্রিয় দল ব্রাজিল। এই গায়ক বলেন, ব্রাজিলের খেলা হলেই বন্ধু-বান্ধব মিলে খাওয়া-দাওয়া আর জম্পেশ আড্ডা। যেখানেই থাকি না কেন বন্ধুদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন থাকবে।

বিশ্বকাপ ফুটবল নিয়ে চঞ্চল চৌধুরী মন্তব্যটা এরকম, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেটিনার সাপোর্টার। ম্যারাডোনার খেলা দেখে তখন মুগ্ধ হতাম। এখন মেসির খেলা দেখে মুগ্ধ হই। ব্রাজিলও আমার অনেক প্রিয় দল। নেইমারেরও ভক্ত আমি। ব্রাজিল শৈল্পিক ফুটবল খেলতে পারে। যেকোন ভালো দলের খেলা আমি উপভোগ করি।’

জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের খেলা মানেই বাড়তি উন্মাদনা বলে মনে করেন এই অভিনেতা। শতাব্দী বলেন, ‘এবার তো ঈদ আর বিশ্বকাপ একই সঙ্গে। ফলে ঈদের আনন্দের সঙ্গে বিশ্বকাপ বাড়তি আনন্দ যোগাবে।’

নায়ক জায়েদ খান আর্জেন্টিনার সাপোর্টার। প্রিয় দলের জার্সি পরিহিত ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এই তারকা। বিভিন্ন ফটোশুটেও অংশ নিয়েছেন। জায়েদ খান বলেন, ‘আর্জেন্টিনার খেলার কৌশল আমার বেশ ভালো লাগে। বিশ্বকাপে এবার তারা হট ফেভারিট দল। যে দলে মেসি আছে সেই দল তো ফেভারিট হবেই। আমার বিশ্বাস এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবেই।’

অভিনেত্রী তিশা আর্জেন্টিনার ভক্ত। এই অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই ম্যারাডোনার নাম শুনে শুনে আর্জেন্টিনার ভক্ত হয়ে গেছেন তিনি। তিশা বলেন, ‘আমার বিশ্বাস এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবার অনেক ব্যালান্সড টিম।’

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh