• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আরটিভিতে ‘রেড কার্ড ইয়োলো কার্ড’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুন ২০১৮, ২০:০৬
ছবি: রেড কার্ড ইয়োলো কার্ড নাটকের দৃশ্য

মজনু ভাই পুরান ঢাকার নামকরা বড় ভাই। এলাকার সবার বিপদে সবার আগে থাকেন। বিয়ে করেননি। মজনু ভাইয়ের দুর্বলতা- ‘তার ছোট বোন গুলনাজ ও ফুটবল খেলা’।

মজনু ভাই ও গুলনাজ আর্জেন্টিনা সাপোর্টার। এলাকার চকলেট বয় সজিব খান ও গুলনাজের মধ্যে প্রেমের সম্পর্ক। অপরদিকে সজিব খান ও তার বড় বোন লায়লা ব্রাজিল সাপোর্টার। সজিব ও গুলনাজের প্রেমের একমাত্র বাধা ফুটবল খেলা। একদিন সজিব গুলনাজের সাথে দেখা করতে এলে মজনু ভাই দেখে ফেলে।

সজিব দৌড়ে পালায় কিন্তু ধরা খেয়ে যায় মাসুদ। সজিবকে তাড়া করতে করতে মজনু ভাই সজিবের বাড়িতে এসে পড়ে।

মজনু ভাই চিৎকার দিয়ে সজিবকে ডাক দিলে দরজা খুলে বেরিয়ে আসে সজিবের বড় বোন লায়লা। লায়লাকে দেখে তার প্রেমে পড়ে যায় মজনু।
--------------------------------------------------------
আরও পড়ুন : দুটো শুটিং মিস হলো এই কারাবাসে: আসিফ
--------------------------------------------------------

লায়লাও তাকে পছন্দ করে। মজনু ভাই লায়লাকে বিয়ে করার প্রস্তাব দেয়। প্রথমে সজিব রাজি না হলেও পরে রাজি হয় এক শর্তে- তার সাথেও গুলনাজকে বিয়ে দিতে হবে।

এভাবেই এগিয়ে যায় ‘রেড কার্ড ইয়োলো কার্ড’ নাটকের গল্প।

নাটকটি রচনা করেছেন রশিদুর রহমান। পরিচালনা করেছেন তপু খান। অভিনয় করেছেন মাজনুন মিজান, রুনা খান, ইরফান সাজ্জাদ, তানজিন তিশা প্রমুখ।

নাটকটি আরটিভিতে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার শুরু হবে।

আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh