• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবারের ঈদে ‘সন্দীপন’

পাভেল রহমান

  ১০ জুন ২০১৮, ২১:৩৩
ছবিতে সন্দীপন

এবারের ঈদে নতুন গানের অ্যালবাম নিয়ে হাজির হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সন্দীপন। নিজের নামেই অ্যালবাম প্রকাশ করেছেন এই শিল্পী। ‘সন্দীপন’ নামের অ্যালবামটিতে রয়েছে ৮টি মৌলিক নতুন গান।

অ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়। মিক্স মাস্টার ও ভয়েজ রেকর্ডিং করেছেন গৌতম বসু। কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে গানগুলোর কণ্ঠধারণ হয়েছে। ঈদে অ্যালবামটি প্রকাশ হয়েছে জি-সিরিজের সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’ থেকে।

নিজের নামেই অ্যালবামের নামকরণ কেন? এমন প্রশ্নে সন্দীপন বলেন, ‘দুই বাংলার গীতিকার গানগুলো লিখেছেন। অ্যালবাম নিজের নামেই করেছি, কারন আলাদা নাম বরাররই থাকে। কিন্তু আমার নামটাই যেহেতু সবার কাছে পরিচিত, তাই অন্য নাম দিইনি।’

তিনি আরও বলেন, ‘এবার সব নতুন মৌলিক গান নিযে এসেছি। ক্লাসিক, পাহাড়ী ঢং এবং একটু চটুল ঢং এর গান রেখেছি। সব শ্রেণীর শ্রোতারা যেন আনন্দ পান।’

‘সন্দীপন’ অ্যালবামের গানগুলো হলো- টিপ বাদল, কি ব্যাথার নীল আঁচড়ে, পাহাড়ী ও সুন্দরী, তোমার জন্য শুভ শ্রাবণ, মন হারাবার দিনে বন্ধু, মুখে কেন আওয়াজ তোলো(সুফী গান), বিদায় জানাতে এসোনা, উইন্টার গীত।

নতুন এই মৌলিক গানের অ্যালবামটি নিয়ে ভীষণ আশাবাদি সন্দীপন বলেন, ‘গানের কথা, সুর-সঙ্গীতায়োজনে নতুনত্বের স্বাদ পাবেন শ্রোতারা। এবারের ঈদের আনন্দে গানগুলো নতুন মাত্রা যোগ করবে।’

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh