• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আসিফের মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

  ০৭ জুন ২০১৮, ২১:০২

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লাবাসী।

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউন হলের সামনে স্থানীয় শিল্পীরা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণির মানুষ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।

এ সময় বক্তারা প্রিয় শিল্পীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ আকবরের মুক্তির দাবিতে প্রতিবাদ অব্যাহত রাখবেন বলে জানান। কোনওরকম কালক্ষেপণ না করে দ্রুত কুমিল্লাবাসীর অহংকার আসিফ আকবরকে স্ব-সম্মানে মুক্তির দাবি করেন ভক্তরা।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গ্রেপ্তার করা হয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরকে।

মঙ্গলবার রাত দেড়টা নাগাদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এফডিসির কাছে আসিফের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর বুধবার এই শিল্পীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


আরও পড়ুন : তানভীর-নীলাঞ্জনার ‘সোহাগ চাঁদ’ ২০ লাখে (ভিডিও)

আরও পড়ুন :

এম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরস্কারের ঘোষণা দিলেন আসিফ আকবর
এক যুগ পর ভোট দিলেন আসিফ আকবর
X
Fresh