• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৫০ বিদেশি মাতাবে ঈদের ‘ইত্যাদি’

অনলাইন ডেস্ক
  ০৭ জুন ২০১৮, ১৬:১৬
ছবি: সংগৃহীত

এবারও ঈদের বিশেষ আয়োজনে প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতিবারের মতো এবারও ইত্যাদি’তে থাকবে বিদেশিদের নিয়ে মজার পর্ব।

এবারের পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের ৫০ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে নাচে অংশ নিয়েছেন ২৫ জন এবং অভিনয়ে অংশ নিয়েছেন ২৫ জন। এবারের বিষয় ‘পারিবারিক শান্তি’।

ইত্যাদি’র পরিচালক হানিফ সংকেত বলেন, ‘প্রায় দুই যুগ ধরে বিদেশি নাগরিকদের দিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরছে ‘ইত্যাদি’। এই বিদেশিদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে।’

তিনি আরও বলেন, ‘মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন হয় তা কখনওই ভোলার নয়।’ এই অনুষ্ঠানটিতে অংশ নেয়ার অভিজ্ঞতা জানিয়ে পতুগার্লের নাগরিক জন ভ্যান রিজন বলেন- ‘ইত্যাদির শুটিংয়ে এসে মনে হয় পিকনিকে এসেছি।’
--------------------------------------------------------
আরও পড়ুন : ব্রাজিল সমর্থক জয়া, যাচ্ছেন রাশিয়া
--------------------------------------------------------

বিদেশিদের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে হানিফ সংকেত বলেন- ‘এরা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে ওদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ।’

ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে হানিফ সংকেতের ‘আলোকিত অন্ধকার’
ঈদে ইত্যাদিতে দেখা যাবে ভিন্নধর্মী নাচ
ঈদে সিয়ামকে নিয়ে ‘ইত্যাদি’র মঞ্চ মাতাবেন মেহজাবীন
ইত্যাদির ভিন্ন পরিবেশনায় প্রতীক-প্রীতম
X
Fresh