• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘আমার দেশপ্রেম আমাকে দেশ ত্যাগ করতে দেয়নি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুন ২০১৮, ১৫:৩২
ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত সঙ্গীতকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এখন সুস্থ আছেন। বরেণ্য এই সঙ্গীত ব্যক্তিত্ব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমি মহান আল্লাহ্‌র রহমতে অনেক সুস্থ এবং স্বাচ্ছন্দ্যবোধ করছি। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য আমার আজীবন প্রার্থনা।

দেশের চিকিৎসা ব্যবস্থায় নিজের আস্থার কথা আগেও জানিয়েছিলেন। এবার বললেন, ‘আমি ইচ্ছা করলেই দেশের বাহিরে গিয়ে আমার হৃদ রোগের চিকিৎসা করাতে পারতাম, মাননীয় প্রধানমন্ত্রী সেই সুযোগও আমাকে দিয়েছিলেন। কিন্তু আমার দেশপ্রেম আমাকে দেশ ত্যাগ করতে দেয়নি।’

নিজের ফেসবুকে লেখা এক স্ট্যাটাসে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই সবকিছু শুরু হয়েছিল। আমার বুকে ছিল জাতীয় পতাকা এবং পতাকার উপর ছিল পবিত্র কোরান। আমি সকল ডাক্তারের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। যা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না। আমি শ্রদ্ধা ও সম্মানের সাথে তাদের নামগুলো স্মরণ করছি।’

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘গায়ক আসিফ না, মানুষ আসিফের কথা বলছি’
--------------------------------------------------------

হৃদরোগে আক্রান্ত অবস্থার কথা উল্লেখ করে বুলবুল বলেন, ‘আমার এই হৃদরোগ চিকিৎসাটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। তাই আমার নিকটস্থ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, শিল্পী, সাংবাদিক ও অনেক কাছের শুভাকাঙ্ক্ষীদেরও কিছু বলে যাইনি। আমি অন্তর থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম।’

আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসা তত্ত্বাবধানে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক ডা. আফজালুর রহমান। তাকে সহযোগিতা করেছেন ডা. মো. আব্দুল মোমেন, ডা. ফারহানা, ডা. মেজবা, ডা. বেগ এবং সমন্বয়কারী দলের মধ্যে ছিলেন ডা. জুলফিকার লেলিন, ডা. সুমন, ডা. সারোয়ার সাগর, ডা. বাবরুল আলম, ডা. এস কে দাউদ হায়দার। চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা জানান আহমেদ ইমতিয়াজ বুলবুল।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh