• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঈদে ১০০ শিল্পীকে আর্থিক সহায়তা করবে চলচ্চিত্র শিল্পী সমিতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুন ২০১৮, ১৫:২৪

‘চলচ্চিত্রে যারা সুবিধাবঞ্ছিত শিল্পী আছেন এমন ১০০জন শিল্পীকে আমরা সহায়তা করব। ঈদে যেন সবার মতো তারাও আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সব সময় শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ভবিষ্যতেও আমরা শিল্পীদের পাশে থাকবো।’

আরটিভি অনলাইনকে এমনটাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, ‘আমরা শিল্পীদের কোনও কিছু কিনে দিচ্ছি না। একটা সম্মানজনক অর্থ, শিল্পী সমিতির পক্ষ থেকে তাদের দেয়া হবে। যাতে তারা নিজেদের প্রয়োজনমতো জিনিসপত্র কিনে নিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমরা চলচ্চিত্রের মানুষরা একটি পরিবার। পরিবারের সবাই একসঙ্গে ঈদ উৎসব আনন্দের সাথে পালন করব। সবকিছু ঠিক থাকলে আগামী শনি অথবা রোববার এফডিসিতে শিল্পী সমিতির ক্যাবিনেট সদস্যদের উপস্থিতিতে শিল্পীদের মাঝে অর্থ তুলে দেয়া হবে।’

বর্তমান শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের নেতৃত্বে শিল্পীদের জন্য ফান্ডগঠন, চিকিৎসা সেবাসহ নানা কর্মকাণ্ড অব্যহত রেখেছে।

আরও পড়ুন :

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কাজ করতে পারেনি বলেই ওদের ভরাডুবি হয়েছে’
নির্বাচনের পর এফডিসিতে গিয়ে যে ঘোষণা দিলেন ডিপজল
‘আমাকে একটা ভোট কে দিলো সেই মানুষটাকেই খুঁজছি’
নিপুণের হারে কেন এতো খুশি মুনমুন
X
Fresh