• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আরটিভির নাটক ‘তুমি আমার বায়ান্ন তাস’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৮, ১৬:০৪

মৌ খুব স্বাধীনচেতা। মা তাকে বারবার বিয়ের জন্য বললেও মৌ এড়িয়ে যায়। মৌ-এর কাজিন সিফাত তাকে খুব পছন্দ করে।

মৌ’ এর মায়েরও ইচ্ছা সিফাতের সাথেই বিয়ে দেবার। প্রেম, ভালোবাসা, বিয়ে এসব যেন মৌ’র কাছে খুব একটা ভালো লাগার বিষয় নয়। কিন্তু হঠাৎ করেই নূরের প্রতি মৌ দুর্বল হতে শুরু করে। নূরের চলাফেরা কাজকর্ম সবকিছুই মৌ’কে বেশ মুগ্ধ করে।

বিশেষ করে নূরের মানুষের প্রতি সেবা করা দেখে মৌ’র মনে নাড়া দেয়। মায়ের কাছে নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে সরাসরি হাজির হয় মৌ। নূরের সঙ্গে কথা বলে মৌ’র মা বিয়ে দেবারও সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন : ‘দহন’ করছেন না পূর্ণিমা

কিন্তু হুট করেই নূর বড় ধরনের একটা ঝামেলায় পড়ে গেলে সব কিছুই এলোমেলো হয়ে যায়। নূরের নামে মামলা হবার উপক্রম হয়ে পড়ে। মৌ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু প্রয়োজন হয় এক কোটি টাকার। আর সেই টাকার জন্যই ঘটে পরবর্তী ঘটনা।

এমন ঘটনা নিয়েই তৈরি হয়েছে বিশেষ নাটক ‘তুমি আমার বায়ান্ন তাস’। অভিনয় করেছেন আব্দুন নূর সজল, নাদিয়া মিম, শিরিন আলম, সঞ্জয় রাজসহ অনেকে।

এস সিরাজীর রচনায় ও স্বাধীন ফুয়াদ পরিচালিত নাটকটি আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে দেখানো হবে।

আরও পড়ুন :

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh