• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৩৬ বছরে কুমার বিশ্বজিতের ‘পুতুল’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০১৮, ১৭:১৪

জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ‘পুতুল’ গানটি তুমুল শ্রোতাপ্রিয়তা পায়। ৩৬ বছর আগের গানটির জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি।

১৯৮২ সালে কুমার বিশ্বজিতের গাওয়া ‘পুতুল’ গানটি প্রকাশিত হয়। আবদুল্লাহ আল মামুনের কথায় গানটির সুর করেছিলেন নকিব খান। বাংলাদেশ টেলিভিশন চ্যানেলে ‘শিউলীমালা’ নামে একটি অনুষ্ঠানে গানটি প্রথম প্রচারিত হয়। এরপর থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি কুমার বিশ্বজিতকে।

কুমার বিশ্বজিত বলেন, ‘একটা গান দুই বা তিনটা জেনারেশনকে যখন ছুঁতে পারে, তখন শিল্পী হিসেবে আমার ভীষণ ভালো লাগে। এটা একজন শিল্পীর জন্য পরম পাওয়া। কোনো গানের সবচেয়ে বড় স্বার্থকতা হলো তার স্থায়িত্ব। শৈশব থেকে একজন মানুষ একজন মানুষকে ভালোবাসার নিটল গল্পটা কাব্যিকভাবে উপস্থাপিত হয়েছে এই গানে। অনেক গান হয়তো অগোচরে হারিয়ে যায়। গ্রহণযোগ্যতা একটা লাকের ব্যাপার।’

--------------------------------------------------------
আরও পড়ুন : শিল্পকলা পদক পাচ্ছেন ৭ গুণীজন
--------------------------------------------------------

গানটি কীভাবে তৈরি হয় জানতে চাইলে তিনি বলেন, বিটিভিতে আল মনসুর-এর ‘শিউলীমালা’ নামে একটা অনুষ্ঠান ছিল। টেলিভিশনের নিয়ম অনুযায়ী অন্য শিল্পীর মতোই আমার গানটাও রেকর্ডিং হওয়ার কথা ছিল। সবার গান করতে করতে আমার গানের জন্য সময় ছিল না। আমাকে বলা হলো, তোমার গান যদি করতে হয় তুমি নিজের মতো করে নিয়ে আসো। আমরা আর সময় পাব না। তখন রাজধানীর তেজকুনিপাড়া ঝংকার স্টুডিওতে গিয়ে গানটি রেকর্ডিং হয়। গানটি বিটিভিতে প্রচারের পর ইতিহাস হয়ে গেলো। আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর গানটি আমার অ্যালবামে রিলিজ হয়।’

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পুতুল সরকার না পাওয়া পর্যন্ত তাদের কোনও ভোটই পছন্দ হবে না’
দরজা খুলতেই মিলল সুঁইবিদ্ধ পুতুল, এলাকায় চাঞ্চল্য
একুশে বইমেলায় তারকাদের যত বই
ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন পুতুল
X
Fresh