• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্যাংককের হাসপাতালে চিত্রপরিচালক মতিন রহমান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০১৮, ১৫:০৩
ছবিতে মতিন রহমান

ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। তিনি দীর্ঘদিন ধরেই হার্ট ও কিডনি সমস্যায় ভুগছেন। ২০১১ সালের জুন মাসে তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে।

এরপর চিকিৎসা নিয়ে তিনি বেশ কিছুদিন সুস্থবোধ করেন। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মতিন রহমান ১৯৭৩ সালে পরিচালক আজিজুর রহমানের সঙ্গে সহকারী হিসেবে কাজ শুরু করেন। ১৯৮১ সালে মুক্তি পায় তার পরিচালনায় প্রথম ছবি ‘লাল কাজল’। প্রথম ছবিই তাকে এনে দেয় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মতিন রহমান এ পর্যন্ত ২০টির মতো ছবি নির্মাণ করেছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য, লাল কাজল, অন্ধ বিশ্বাস, তোমাকে চাই, বিয়ের ফুল, নারীর মন, স্বপ্নের বাসর, তোমাকেই খুঁজছি, রাক্ষুসী, স্বর্গ নরক, জীবনধারা, মাটির ফুল, স্নেহের বাঁধন, রাঙ্গা ভাবী, বীরাঙ্গনা সখিনা, মন মানে না, এই মন চায় যে, মহব্বত জিন্দাবাদ ইত্যাদি। সর্বশেষ ২০০৮ সালে তার পরিচালনায় মুক্তি পায় ‘তোমাকেই খুঁজছি’ ছবিটি।


আরও পড়ুন :

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh