• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তাজিন আহমেদের স্মরণসভা শুক্রবার

পাভেল রহমান, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৮, ২২:২৭
ছবি: সংগৃহীত

বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরে সমাহিত করা হলো জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদকে। বুধবার বেলা ৩টায় দাফন করা হয় তাকে। এসময় টেলিভিশন মাধ্যমের অনেক শিল্পী-কলাকুশলীরা উপস্থিতি ছিলেন।

এদিকে তাজিনের মৃত্যুতে স্মরণসভার আয়োজন করতে যাচ্ছে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’। সংগঠনটির আয়োজনে আগামী শুক্রবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টায় নিকেতনে সংগঠনটির কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম আরটিভি অনলাইনকে বলেন, ‘তাজিন আহমেদ বাংলাদেশের নন্দিত অভিনয়শিল্পী। তার অকালমৃত্যুতে অভিনয়শিল্পী সংঘ গভীরভাবে শোকাহত। সংগঠনের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকেলে স্মরণসভার আয়োজন করা হবে। সেখানে অভিনয়শিল্পী সংঘের সদস্যরা উপস্থিত থাকবেন।’

--------------------------------------------------------
আরও পড়ুন : ঢাকায় প্রিয়াঙ্কার সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
--------------------------------------------------------

অভিনেত্রী তাজিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ মে) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর রিজেন্ট হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪৩ বছর। রাতে হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হয়।

এরপর তাজিন আহমেদের মরদেহ আনা হয় উত্তরার লেকড্রাইভ রোডের আনন্দ বাড়ি শুটিং হাউসে। এখানে বেলা ১২টা পর্যন্ত তাজিনের প্রতি শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা।

বেলা দুইটার দিকে উত্তরা থেকে গুলশানের আজাদ মসজিদে নিয়ে আসা হয় তাজিন আহমেদের মরদেহ। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হয় তার নামাজের জানাজা। জানাজা শেষে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয় তাজিনের মরদেহ। সেখানে বাবার কবরে শায়িত হন তাজিন।

আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh