• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে ‘দহন’ ছাড়লেন বাঁধন

পাভেল রহমান, আরটিভি অনলাইন

  ২২ মে ২০১৮, ১৪:১৩
ছবি: দহন সিনেমার মহরত অনুষ্ঠানে বাঁধন

বেশ আয়োজন করেই ঘোষণা দেয়া হয়েছিল জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। কিন্তু আজ মঙ্গলবার বাঁধন আরটিভি অনলাইনকে জানালেন, ছবিটিতে তিনি অভিনয় করছেন না।

মূলত শিডিউল জটিলতার কারণে ছবিটি ছেড়ে দিতে হয়েছে বলে জানান এই অভিনেত্রী। এদিকে দহন সিনেমায় বাঁধনের জায়গায় নতুন কেউ একজন অভিনয় করবেন বলে জানান জাজের কর্ণধার আব্দুল আজিজ।

অভিনেত্রী বাঁধন বলেন, ‘আমার সঙ্গে শুটিংয়ের শিডিউল মিলছিল না। এই ছবিটি তো অনেক বড় আয়োজনে হচ্ছে। অনেক তারকা শিল্পীরা আছেন। তাদের শিডিউলের জন্য ছবিটির শুটিং পেছানোও যাচ্ছিল না। তাই আমি আলোচনা করেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছি।’

ছবিটির মহরতের সময় শুটিং শিডিউলের ব্যাপারে কি জানতেন না? এমন প্রশ্নে বাঁধন বলেন, ‘শুরুর দিকে ছবিটির শুটিংয়ের জন্য আমাকে যে সময়টা বলা হয়েছিল নানা জটিলতার কারণে সেই সময়ে শুটিং করা যায়নি। পরে যে সময়টাতে শুটিংয়ের তারিখ ঠিক করা হয়েছে, সেই সময়ে আমার ব্যক্তিগত ব্যস্ততা রয়েছে। তাই জাজের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ‘দহন’ এর শুটিং শুরু হবার কথা ছিল ১০ মে থেকে। সেই অনুযায়ী আমরা সব শিল্পী ও কলাকুশলী থেকে ১০ মে থেকে ৫ জুন পর্যন্ত শিডিউল নিয়েছিলাম। কিন্তু আমরা পারমিশন পেয়েছি গত বৃহস্পতিবার। ফলশ্রুতিতে আমাদের শুটিং পেছাতে হয়েছে। এখন টানা শুটিং চলবে জুনের ২০ তারিখ পর্যন্ত। শুধু ঈদের দিন শুটিং বন্ধ থাকবে।’

ছবিটিতে বাঁধনের না থাকার বিষয়টি নিশ্চিত করে জাজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘৫ জুনের পর বাঁধনের ব্যক্তিগত কাজ আছে বিধায়, দহন সিনেমাটি করতে পারছে না। যদিও বাঁধন দহন সিনেমাটির জন্য নিজেকে তৈরি করেছে, মোটরসাইকেল চালানো শিখেছে। সর্বপরি আমাদের সবার সাথে, জাজের সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়েছিল। যা এখনও আছে। বাঁধনের জন্য রইল জাজ পরিবারের পক্ষ থেকে শুভ কামনা।’

বিষয়টি নিয়ে সবার কাছে অনুরোধ জানিয়ে জাজের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সবার কাছে অনুরোধ রইল, এর থেকে কেউ অন্য কিছু খোঁজার চেষ্টা করবেন না। সবারই পরিবার আছে, আছে মা বাবা ভাই বোন সন্তান। চলচ্চিত্র বা ক্যারিয়ার থেকে সব সময় পরিবারই আগে হওয়া উচিত।’

পিআর/সি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ অফিসার বাঁধন, টিজারেই বাজিমাত (ভিডিও)
এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারকের আসনে বাঁধন
ওই সময়ে তিনি আমার জীবন রক্ষা করেছেন : বাঁধন
X
Fresh