• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানি বিজ্ঞাপনচিত্রে আইয়ুব বাচ্চুর গানের সুর!

পাভেল রহমান

  ১৬ মে ২০১৮, ১৪:৩৮
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’ গানটি তুমুল জনপ্রিয়। অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা দখল করে আছে গানটি।

এবার এই গানটিরই বাঁশি সংস্করণের সুর হুবহু নকল করে পাকিস্তানের ক্রসস্টিচ নামের একটি পোশাক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে।

এই বিষয়টির প্রতিবাদ হওয়া উচিত বলে মনে করেন আইয়ুব বাচ্চু। বুধবার দুপুরে আরটিভি অনলাইনকে মোবাইল ফোনে এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী বলেন, ‘যারা এই কাজটি করেছে তাদের লজ্জা হওয়া উচিত। তবে আমাদের জন্য বিষয়টি গর্বের। কারণ আমাদের গানের সুর তারা চুরি করেছে।’

২০১৬ সালের ৫ জুলাই ২ মিনিট ৪৮ সেকেন্ডের এই বাঁশি সংস্করণটি ইউটিউবে প্রকাশ করেন রাকিবুল ইসলাম নামের এক তরুণ শিল্পী। সেই বাঁশির সুরটি হুবহু ব্যবহার করা হয় বিজ্ঞাপনচিত্রটিতে।

--------------------------------------------------------
আরও পড়ুন : যেখানে পাবেন চলচ্চিত্র শিল্পীদের তথ্য
--------------------------------------------------------

আইয়ুব বাচ্চু অভিযোগ করে বলেন, ‘যিনি এই বাঁশি সংস্করণটি ইউটিউবে ছেড়েছিলেন, তিনিও আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি। এখন তো অনলাইনের যুগ। এমন অনেক কিছুই হয়ে যাচ্ছে। কেউ কারও অনুমতি নেয়ার প্রয়োজন মনে করছেন না।’

আইয়ুব বাচ্চু বলেন, ‘এটা অন্যায়। যারা এই কাজটা করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। তবে শিল্পী হিসেবে অবশ্যই আমি গর্বিত। বাংলাদেশের গানের সুর ব্যবহার করা হয়েছে পাকিস্তানি বিজ্ঞাপনচিত্রে, এটা আমাদের জন্য অবশ্যই গর্বের।’

বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেবেন কিনা? জানতে চাইলে আইয়ুব বাচ্চু বলেন, এই বিষয়ে এখনও কিছু ভাবিনি। তবে এলআরবি’র ভক্তদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছেন। এই প্রতিবাদটা হোক।’

আরও পড়ুন :

পিআর/এ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্সে’
X
Fresh