• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নিষিদ্ধ হলেন প্রসূন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ অক্টোবর ২০১৬, ১৪:৫৯

অভিনেত্রী প্রসূন আজাদকে এক বছরের জন্য নিষিদ্ধ করলো টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘের এ ব্যাপারে সম্মতি রয়েছে। পরিচালক ও অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী’র অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বললেন, ‘পরিচালক রোকেয়া প্রাচীর অভিযোগের ভিত্তিতে প্রসূনের সঙ্গে ডিরেক্টরস গিল্ড যোগাযোগ করে। তিনদিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। গেলো ২৮ অক্টোবর তিনদিন পেরিয়ে গেলেও কোনো যোগাযোগ করেননি প্রসূন। তার ফেসবুক থেকে খুব আপত্তিকর স্ট্যাটাস আসে, যা এ ইন্ডাস্ট্রির জন্যই লজ্জার।’

তিনি বলেন, ‘রোকেয়া প্রাচী ও প্রসূনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুষ্ঠু সমাধান করতে চেয়েছি। এ ব্যপারে প্রসূনের কাছে যখন চিঠি দেয়া হয়, তখনও তিনি উত্তর না দিয়ে চুপ থাকেন। এটা সংগঠনকে অবমাননা, অশ্রদ্ধা ও গুরুত্বহীন ভাবা। এ কারণে এক বছর ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য তাকে নিয়ে প্রোডাকশন তৈরি করতে পারবেন না, এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

‘স্বপ্ন সত্যি হতে পারে’ নামের নাটকের শুটিংকে কেন্দ্র করে রোকেয়া প্রাচীর সঙ্গে প্রসূনের দ্বন্দ্ব বাধে। এরপর দু’জনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ করেন। গেলো ১৯ অক্টোবর রোকেয়া প্রাচী অভিযোগ করেন নাটকের ৩ সংগঠনে।

এইচএম/ এস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh