• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শ্রীদেবীর মৃত্যু তদন্তের আবেদন খারিজ

বিনোদন ডেস্ক

  ১১ মে ২০১৮, ১৮:১৮

চাঁদনী খ্যাত অভিনেত্রী শ্রীদেবীর হঠাৎ মৃত্যুর পর নানারকম গুঞ্জন শোনা যায়। শ্রীদেবীর মৃত্যুতে রহস্য রয়েছে এমন দাবি করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন পরিচালক সুনীল সিং। সেই আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত।

ভারতীয় গনমাধ্যমের খবর, শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় সুনীল সিংয়ের করা তদন্তের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয় বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর। পরিচালকের কথায় সেসময় দুবাইতেই ছিলেন তিনি। হোটেলের কর্মী, কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন।

তার দাবি, শ্রীদেবীর পরিবারের লোকজনের কথায় অসংগতি রয়েছে। তাই অভিনেত্রীর মৃত্যু নিয়ে নতুন করে তদন্তের দাবিতে প্রথমে দিল্লি হাইকোর্টে তদন্তের আবেদন করেন সুনীল সিং। তবে দিল্লি হাইকোর্ট তার সেই আবেদন খারিজ করে দেয়। তারপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : তেজেন্দ্রনারায়ণের ‘সরোদে রবীন্দ্রসঙ্গীত’
--------------------------------------------------------

নতুনভাবে তদন্তের দাবিতে সুনীলের প্রশ্ন ছিল, শ্রীদেবীর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। আর বাথটাবটি ছিল ৫ ফুটের। তাহলে কীভাবে বাথটাবে ডুবে মৃত্যু হতে পারে তার? শ্রীদেবীর নামে ২৪০ কোটি টাকার একটা ইন্সুরেন্স ছিল, যে টাকাটা কিনা তিনি একমাত্র দুবাইতে মারা গেলেই তার পরিবার পেতে পারতো। আর শ্রীদেবী দুবাইতেই মারা গিয়েছেন। তাই অভিনেত্রীর মৃত্যুতে রহস্য রয়েই যাচ্ছে। সেইসঙ্গে পরিচালক সুনীল সিং দাবি করেছিলেন, তিনি তার আইনি পরামর্শদাতার সঙ্গে দুবাইয়ের ওই হোটেলে গিয়ে অভিনেত্রীর মৃত্যুতে একাধিক অসঙ্গতি পেয়েছেন।

আরও পড়ুন :

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীদেবীর মৃত্যু নিয়ে মোদির ভুয়া চিঠি প্রকাশ করে বিপাকে ইউটিউবার
X
Fresh