• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রবীন্দ্রজয়ন্তীতে ‘সুরতীর্থ’র আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মে ২০১৮, ১৬:৪৪
ছবিতে মিতা হক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল শনিবার ‘সুরতীর্থ’ নিবেদন করতে যাচ্ছে কবিগুরুর ‘স্বদেশ’ বিষয়ক গান। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।

সঙ্গীত শিক্ষার পাঠশালা ‘সুরতীর্থ’ পরিচালনা করছেন দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী মিতা হক। তিনি বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তীতে আমরা এই আয়োজন নিয়ে হাজির হবো। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ‘স্বদেশ’বিষয়ক গান পরিবেশন করবেন শিল্পীরা।’

মিতা হক আরও বলেন, ‘অনুষ্ঠানের মহড়া নিয়ে আমরা এখন ব্যস্ত সময় পার করছি। রবীন্দ্রনাথ তো আমাদের চিন্তায়-মননে সব সময়ই বসবাস করেন। তাই এই অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথের ‘স্বদেশ’বিষয়ক গানকেই বেছে নিয়েছি।’

--------------------------------------------------------
আরও পড়ুন : জোভান-শ্রাবন্তীর ‘তুমি রবে নিরবে’ (ভিডিও)
--------------------------------------------------------

তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথ তো বিশাল এক ভাণ্ডার। তার গানের বিশাল সম্ভার থেকে আমরা এবারের জন্মজয়ন্তীতে বেছে নিয়েছি ‘স্বদেশ’ বিষয়ক গান। শিল্পীরা তারই প্রস্তুতি নিচ্ছেন। আমরা এখন অপেক্ষায় আছি শ্রোতাদের। আশা করছি ভালো একটি অনুষ্ঠান আয়োজন করতে পারবো।’

আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh