• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায়ও ‘অ্যাভেঞ্জার্স’ ঝড়!

বিনোদন ডেস্ক

  ২৬ এপ্রিল ২০১৮, ১৫:৩০
ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী শুক্রবার, ২৭ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রির পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

ঢাকায়ও অগ্রিম টিকেট কেনার দীর্ঘ লাইন দেখা গেছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সামনে। বৃহস্পতিবার সকালে বসুন্ধরা সিটির সামনে দর্শকের দীর্ঘ লাইন দেখে অনেকেই অবাক হয়ে যান।

‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ যৌথভাবে পরিচালনা করেছেন দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো। বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশিবার দেখা ট্রেইলারের রেকর্ডও ভেঙে দিয়েছে ছবিটি।

সিনেমায় দেখা যাবে, ঘনিয়ে আসছে মহাপ্রলয়। পৃথিবী সঙ্কটাপন্ন। আসছে সর্বগ্রাসী থানোস। তার হাত থেকে পৃথিবী রক্ষা করতে এক হয়েছে বড় পর্দার সব সুপারহিরো।

--------------------------------------------------------
আরও পড়ুন : সভাপতি চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক আসলাম শিহির
--------------------------------------------------------

থানোসকে রুখতে পরিকল্পনা সাজাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা, আয়রনম্যান, হাল্ক, থর, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডার ম্যান, ব্ল্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার। তাদের সঙ্গে যুক্ত হয়েছে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী। বাকিটুকু দেখতে হবে পর্দায়।

শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। এই সিনেমাতেই পাওয়া যাবে মার্ভেল কমিকসের সব সুপারহিরোদের। এর আগে কোনো সিনেমায় একসঙ্গে এত সুপারহিরোকে দেখা যায়নি।

ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র (আয়রনম্যান), টম হল্যান্ড (স্পাইডারম্যান), ক্রিস প্রাট, স্কারলেট জোহানসন (ব্ল্যাক উইডো), মার্ক রাফালো (হাল্ক), ক্রিস ইভান্স (ক্যাপ্টেন আমেরিকা), জেরেমি রেনার (হাউকি), এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকি, পল রুড (অ্যান্টম্যান), জোয়ি স্যালডানা, ডেভ বাউটিস্টা, পম ক্লেমেনটিয়েফম, বেনেডিক্ট কাম্বারব্যাচ (ডক্টর স্ট্রেঞ্জ), চ্যাডউইক বোসম্যান (ব্ল্যাক প্যান্থার), টম হিডেলস্টন (লকি), সেবাস্তিয়ান স্ট্যান, পিটার পিঙ্কলেজ, জশ ব্রোলিনসহ অনেকে।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh