• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘দর্শকরা সিনেমাটি গ্রহণ করছেন, আমি আর কী বলবো’

এ এইচ মুরাদ

  ২০ এপ্রিল ২০১৮, ১৫:৩৮

আবু সুফিয়ান পরিচালিত ‘প্রেমের কেন ফাঁসি’ ছবিটি দেশের বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তি পেয়েছে শুক্রবার। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফ খান, নবাগত শাহেন শাহ, নবাগত রাকা বিশ্বাস, রেবেকা, সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, উজ্জল ও শিশুশিল্পী আল নাহিয়ানসহ অনেকে। ছবিটির চিত্রনাট্য, সংলাপ, গীত ও সুর পরিচালক আবু সুফিয়ান নিজেই।

ছবিটি নিয়ে শুক্রবার বেলা ৩টার দিকে পরিচালক আবু সুফিয়ানের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তখন তিনি ছবির নায়ক-নায়িকাদের নিয়ে গাড়িতে করে পূরবী সিনেমা হলে যাচ্ছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : হাবিবের বৈশাখী ‘ঝড়’ (ভিডিও)
--------------------------------------------------------

কয়টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছে ছবিটি? জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমি এটা বলবো না। হলে ৩টার শো, ৬টা ও ৯টার শো হাউজফুল যাবে, আমরা এমনটাই আশা করছি। অভিসার, জোনাকি বা পূরবী হলে এলেই দর্শকের রেসপন্স দেখতে পারেন! আমরা এখন নায়কসহ দলবল নিয়ে পূরবী সিনেমা হলে যাচ্ছি। এরপর অভিসার ও জোনাকি সিনেমা হলে যাব। আপনি যেহেতু ফোন দিয়েছেন, সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ রইলো।’

পরিচালক জানান, ছবিটি ২০টির মতো সিনেমা হলে মুক্তি পেয়েছে।

আপনার নির্মিত ফোকধর্মী সিনেমাটি দর্শকরা কতটা গ্রহণ করবে বলে মনে করেন? জবাবে নির্মাতা বলেন, ‘হল মালিক ও পরিচিতজনরা জানিয়েছেন ছবিটি দর্শক গ্রহণ করেছেন! এরই মধ্যে ২টা শোয়ের হল রিপোর্ট জানতে পেরেছি। দর্শক যখন ছবিটি গ্রহণ করছেন তখন আমি আর কি বলবো! আপনারা পারলে একটু ছবিটির ভালো কাভারেজ দেবেন। আমি আপনাদেরই মানুষ।’

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh