• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আরটিভির শুক্রবারের নাটক ‘আলাপন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ এপ্রিল ২০১৮, ১১:৩৮
ছবি: নাটকের দৃশ্য

আবিদ খুব ভাল একজন গায়ক আর জারা আবিদের একজন ভক্ত। জারা খুব ভাল গান লিখে, ওর স্বপ্ন আবিদ একদিন ওর লেখা একটা গান গাইবে। এজন্য বিভিন্নভাবে জারা আবিদের ফোন নাম্বারের খোঁজ করে। কিন্তু সঠিক নাম্বার পায় না।

একপর্যায়ে এক বন্ধুর মাধ্যমে আবিদের ফোন নাম্বার হাতে পায় জারা। নাম্বার নিয়ে আবিদকে ফোন করেন তিনি। কিন্তু আবিদ জারার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন, জারার ফোন কেটে দেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : সেরা চলচ্চিত্র অজ্ঞাতনামা, বেশি সংখ্যক আয়নাবাজি
--------------------------------------------------------

জারা পরে ওর লেখা একটা গান আবিদকে ইনবক্স করে। এদিকে আবিদ গান গাওয়ার জন্য ভালো কোনো গান খুঁজে পায় না, হঠাৎ ইনবক্সে গানটা দেখে ওর গানের লিরিক খুব পছন্দ হয়।

এরপর জারাকে ফোন করে আবিদ গানটা গাওয়ার জন্য অনুমতি নেয়। পরবর্তীতে গানটা বেশ জনপ্রিয়তা পায়। আর আস্তে আস্তে আবিদের সঙ্গে জারার কথা হতে থাকে। কিন্তু জারা আবিদকে ওর সঠিক পরিচয় দেয় না। একটা সময় অ্যাক্সিডেন্টে মারা যায় জারা।

এমন সব ঘটনা নিয়েই তৈরি হয়েছে নাটক ‘আলাপন’। জান্নাতারা ফেরদৌস মিলা’র গল্পে নাটকটি রচনা করেছেন এস সিরাজী। পরিচালনা করেছেন স্বাধীন ফুয়াদ। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল ও নাদিয়া মীম।

আরটিভির ফ্রাইডে নাইট স্পেশাল ড্রামা হিসেবে এটি প্রচারিত হবে ৬ এপ্রিল, শুক্রবার রাত ৮টায়।

আরও পড়ুন :

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh