• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় চলচ্চিত্র দিবস ৩ এপ্রিল

মহড়ায় ব্যস্ত নায়ক-নায়িকারা (ভিডিও)

এ এইচ মুরাদ

  ০২ এপ্রিল ২০১৮, ১৬:০৮
ছবি- আরটিভি অনলাইন

জাতীয় চলচ্চিত্র দিবসের আর মাত্র একদিন বাকি। আগামীকাল (৩ এপ্রিল) জমকালো আয়োজনে বিএফডিসির চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো দিবসটি পালন করবে। চলচ্চিত্র দিবসকে সামনে রেখে রীতিমতো যেন উৎসবের আমেজ লেগেছে বিএফডিসিতে।

রোববার রাতে গিয়ে দেখা যায়, লাল-নীল বাতিতে সাজানো হচ্ছে বিএফডিসি প্রাঙ্গণ। রঙ তুলিতে শুটিং ফ্লোরের বাইরে আল্পনা আঁকার কাজ চলছে।

অন্যদিকে তরুণ প্রজন্মের নায়ক-নায়িকারা নাচের মহড়ায় ব্যস্ত সময় পার করছেন। ৯ নম্বর শুটিং ফ্লোরে ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ গানের তালে নাচের অনুশীলন করছিলেন চিত্রনায়িকা শিরিন শিলা ও চিত্রনায়ক শিপন। এই দুই অভিনয়শিল্পীকে নাচের তালিম দিচ্ছেন নৃত্যপরিচালক সাইফ খান কালু।

সেখান থেকে বাইরে যেতেই দেখা গেলো এ প্রজন্মের দুই নায়ক সাঞ্জু জন ও জয় চৌধুরীর সঙ্গে। তারা জানালেন, মান্না ডিজিটাল কমপ্লেক্সে চলছে তাদের মহড়া। তাদের আমন্ত্রণে মান্না ডিজিটাল কমপ্লেক্সে গিয়ে দেখা গেলো নৃত্য পরিচালক আজাদের তত্ত্বাবধানে ‘বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে’ গানের সঙ্গে নাচের মহড়া করছেন নায়িকা মৌমিতা মৌ ও সাদমান।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘এটা আমার অভিনয় জীবনের সেরা ঘটনা’
--------------------------------------------------------

সেখানে কিছুক্ষণ পর হাজির হলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি অনুশীলন কেমন চলছে তা জানতে চাইলেন।

মৌমিতা-সাদমানের নাচ শেষে হতেই জন-বিপাশা কবির এবং রোমানা নীড়-জয় মহড়ায় অংশ নেন।

বিপাশা বলেন, সারাবছর তো অনেক অনুষ্ঠানে পারফর্ম করি। জাতীয় চলচ্চিত্র দিবস আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের অনুষ্ঠান। তাই অনুষ্ঠানটি নিয়ে আমাদের একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। আশা করি এবারের আয়োজনে আমাদের পারফর্মেন্স সবার ভালো লাগবে।

জয়-নীড়-বিপাশা-রোমানা-মৌমিতার কাছ থেকে বিদায় নিয়ে আবার ৯ নম্বর ফ্লোর। সেখানে ‘ব্ল্যাকমানি’ ছবির ‘টাকা’ গানের সঙ্গে নাচের মহড়া করছেন চিত্রনায়ক সাইমন সাদিক। তাকে তালিম দিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল।

সাইমন জানালেন, এবারের আয়োজনে আমার সঙ্গে মাহিয়া মাহিও পারফর্ম করবেন। সোমবার দুপুরে আমার সঙ্গে মাহির মহড়া। আশা করছি অন্যবারের চেয়ে এবারের আয়োজনটি জমকালো হবে। সিনিয়র শিল্পীদেরও ব্যাপক উপস্থিতি থাকবে। সিনিয়রদের আন্তরিকতায় আমরা ভীষণ আনন্দিত।

চলচ্চিত্র দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে শোভাযাত্রা, সেমিনার, স্মরণিকা প্রকাশ, লাইভ টক-শো, লালগালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলাসহ বেশ কিছু আয়োজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ৩ এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণার পর এ নিয়ে ষষ্ঠবারের মতো এফডিসিতে দিবসটি পালিত হতে যাচ্ছে।

আরও পড়ুন:

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh