• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আরটিভিতে ‘সোনালী রোদ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০১৮, ১৭:০৬
ছবি: সোনালী রোদ নাটকের দৃশ্য

মৌসুমী একজন প্রফেশনাল চোরাকারবারি। অনেক দেশে ঘোরার পর এবার সে ইন্দোনেশিয়া এসেছে পারভেজ সাহেবের সাথে। তাদের টার্গেট মুনির সাহেব। কিন্তু পারভেজ সাহেব মৌসুমীর জন্য আলাদা কোনো রুমের ব্যবস্থা না করায় রাগারাগি করে চলে যায়। তারপর ঠিকানা হারিয়ে ফেলে।

এসময় পরিচয় হয় রাশেদ নামে বাংলাদেশি এক ছাত্রের সাথে। রাশেদের সাহায্য নিয়ে যখন পারভেজ সাহেবের ঠিকানা খুঁজে পায়, ততক্ষণে তিনি দেশে চলে গেছেন। তবে মৌসুমীর জন্য একটা প্যাকেট রেখে যায়। সেখানে মুনির সাহেবের বিষয়ে নির্দেশনা রয়েছে।

এরপর মুনির সাহেবের সাথে দেখা করেন মৌসুমী। কিন্তু পরদিন পত্রিকার সংবাদে মুনির সাহেবের মৃত্যুর খবর পায়। মৌসুমী কান্নায় ভেঙে পড়ে। এমন নানা ঘটনার ভেতর দিয়ে চলতে থাকে ‘সোনালী রোদ’নাটকের গল্প।

--------------------------------------------------------
আরও পড়ুন: ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল, ব্যক্তিগতই থাক: হানিফ সংকেত
--------------------------------------------------------

নাটকটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু এবং পরিচালনা করেছেন তপু খান।

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচার শুরু হবে আগামীকাল (৩১ মার্চ) শনিবার রাত ৮টায়।

আরও পড়ুন:

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh