• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

‘আঁধার কাটুক হাজার আলোয়’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০১৮, ১৫:৫৪

১৯৭১ সালের ২৫ মার্চ রাতের আঁধারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনী।

‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকার বুকে চালানো হয় নিষ্ঠুর হত্যাযজ্ঞ। বাঙালির জীবনে নেমে আসে কালরাত। রক্তে ভিজে যায় রাজপথ। ঝরে পড়ে অসংখ্য নিষ্পাপ প্রাণ।

আগামীকাল সেই বিভীষিকার রাত। আর এই কালরাতের শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ চত্বরে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি আয়োজন করেছে ‘আঁধার কাটুক হাজার আলোয়’।

--------------------------------------------------------
আরও পড়ুন: দ্য কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে তথ্যচিত্র
--------------------------------------------------------

রাত ১২টায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াল রাতকে স্মরণ করবেন। ‘আঁধার কাটুক হাজার আলোয়’ অনুষ্ঠান শুরু হবে রোববার সন্ধ্যা ৭টা থেকে।

অনুষ্ঠানটি আরটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। প্রযোজনা করবেন শাহরিয়ার ইসলাম।

আরও পড়ুন:

এম/কেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh