• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গঙ্গা-যমুনা নাট্যোৎসব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৬, ১৪:১৬

শুক্রবার গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের উদ্যোগে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে 'গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৬'। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১০ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সদ্যপ্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির উদ্দেশ্যে উৎসবটিতে পাঁচটি নাটক প্রদর্শনসহ উৎসবটি উৎসর্গ করা হয়েছে।

২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমি'র জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং নৃত্য ও সঙ্গীত মিলনায়তনে ভারতের ৩টি, ঢাকার ২৫টি ও ঢাকার বাইরের ২টি নাট্যদলসহ ৩০টি নাট্যদলের মঞ্চনাটক এবং উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ৫৩টি সংগঠনের আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও পথনাটক পরিবেশনায় উদযাপিত হবে।

২১ অক্টোবর উদ্বোধনী সন্ধ্যায় মূল হলে মঞ্চস্থ হবে ভারতের হ-য-ব-র-ল নাট্যদলের নাটক 'ঈপ্সা', পরীক্ষণ থিয়েটার হলে প্রাঙ্গণেমোরের 'ঈর্ষা' এবং স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে কণ্ঠশীলনের নাটক 'যা নেই ভারতে'।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh