• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আয়নাবাজির দখলে যেসব প্রেক্ষাগৃহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৬, ১৩:০৭

চতুর্থ সপ্তাহে এসেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে অমিতাভ রেজার প্রথম ছবি 'আয়নাবাজি'। শুক্রবার থেকে ৭০টির বেশি প্রেক্ষাগৃহে দর্শক উপভোগ করতে পারবেন এ চলচ্চিত্র।

গেলো ৩০ সেপ্টেম্বর ২০টি প্রেক্ষাগৃহ নিয়ে যাত্রা শুরু করে ছবিটি।

প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা ও সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া।

আয়না চরিত্র রূপদান করেছেন চঞ্চল চৌধুরী। তিনিই এক শহরের গল্প শুনাবেন, যে শহরে এখনো সকালে দুধওয়ালা আসে, ফেরিওয়ালারা হাকডাক দেয়, বাচ্চারা দল বেধে নাটক শিখে। আর মহল্লার চা-পুরির দোকানে ঠাট্টা-মশকরা ব্যস্ত বেকার-বখাটেরা। গল্পের নায়ক আয়না এখানকার বাসিন্দা। তার সঙ্গে 'হৃদি' নামে নাবিলার প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে নষ্ট শহরের বেড়াজালে আটকা পড়েন তিনি। সাংবাদিক রূপে পার্থ বড়ুয়া হাজির হন।

'কনটেন্ট ম্যাটার্স' ও 'হাফ স্টপ ডাউন' প্রযোজিত 'আয়নাবাজি'র প্রচারে সহযোগিতার পাশাপাশি টেলিভিশন সত্ত্ব পেয়েছে আরটিভি। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে বেসরকারি এ টেলিভিশন চ্যানেলটি।

আয়নাবাজি সিনেমা হলের তালিকা নিচে দেয়া হলো।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh