• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জোভান-সাফার ‘জন্ম’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০১৮, ১৭:৫৬

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জন্ম’। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার (২১ মার্চ) ইউটিউবে মুক্তি পেয়েছে এটি।

নির্মাতা ভিকি বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি সবসময় শিহরণ অনুভব করি। নিজের মধ্যে উত্তেজনা ও ভয় কাজ করে, যা অন্য কোনো কাজের সময় হয় না। তবে এটুকু বলতে পারি, বহুদিন পর কোনো গল্প লিখে ও নির্মাণ করে প্রশান্তি পেয়েছি।’

‘জন্ম’র ৫০ ভাগ শুটিং হয়েছে শুধু একটি হ্যারিকেনের আলো দিয়ে। পুরো চলচ্চিত্রটিতে সাফা কবির কালো বোরকা পরে উপস্থিত হয়েছেন। এমনটাই জানালেন নির্মাতা।

এদিকে সাফা বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে ‘জন্ম’-এ কাজ করতে গিয়ে তখনকার উত্তেজনাপূর্ণ সময়টি কিছুটা হলেও অনুভব করতে পেরেছি। এটি আমার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য কাজ হয়ে থাকবে।’

‘জন্ম’ ছবিটিতে ছোটপর্দার অভিনেতা জোভান মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন। পুরো চলচ্চিত্রেই তিনি ছিলেন বোবা।

জোভান বলেন, ‘মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করাটা আমার জন্য গর্বের বিষয়। ‘জন্ম’-এর চরিত্রটি ছিল বেশ চ্যালেঞ্জিং। পুরো চলচ্চিত্রে আমার কোনো সংলাপ ছিল না। কারণ আমার চরিত্রটি বোবার। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে।’

পরিচালনার পাশাপাশি সার্ভাইভাল থ্রিলার ‘জন্ম’র গল্প লিখেছেন ভিকি নিজেই।

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎ গায়েব জোভান-মাহির ফ্যানপেজ
‘রূপান্তর’ নাটক নিয়ে মুখ খুললেন জোভান
সমালোচনার ঝড়, ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো ‘রূপান্তর’
ঈদে অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটা দিন’
X
Fresh