• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

থিয়েটার অলিম্পিকসে ‘কিনু কাহারের থেটার’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৮, ১৬:৫৩
ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য ‘৮ম থিয়েটার অলিম্পিকস’-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম নাট্যদল প্রাচ্যনাট। এই উদ্দেশে প্রাচ্যনাটের ২৬ সদস্যের একটি দল গতকাল সোমবার ভারত রওনা হয়। দলটি এখন দিল্লিতে অবস্থান করছে।

প্রাচ্যনাট সূত্রে জানা গেছে, ২১ মার্চ সন্ধ্যায় দিল্লির অভিমঞ্চে এবং ২৩ মার্চ ভারতের ভূপালে দলটির জনপ্রিয় নাটক ‘কিনু কাহারের থেটার’ এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটিতে অভিনয় করবেন- মনিরুল ইসলাম, সানজিদা প্রীতি, শাহরিয়ার ফেরদৌস, মিতুল রহমান, চেতনা রহমান ভাষা, জগন্ময় পাল, রফিকুল ইসলাম, শাহরিয়ার রানা, রক্তিম বিপু, তানজি কুন, এবিএস জেম, সজিব, সাদি, পারবিন পারু, ফুয়াদ, সাইফুল জার্নাল প্রমুখ।

‘৮ম থিয়েটার অলিম্পিকস’ এর আয়োজন করেছে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) এবং সংস্কৃতি মন্ত্রণালয়। গত ১৭ ফেব্রুয়ারি ভারতের ১৭টি শহরে এই উৎসব শুরু হয়েছে। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। উৎসবে বাংলাদেশ থেকে ৯টি নাটক অংশ নিচ্ছে।