• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘ফিরে যাওয়া কিংবা ফিরে না আসার গল্প’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০১৮, ১৪:৫৩

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির শুক্রবারের বিশেষ নাটক ‘ফিরে যাওয়া কিংবা ফিরে না আসার গল্প’। একদিকে ১৪ ফেব্রুয়ারি প্রেমিকার সাথে দেখা করা, অন্যদিকে প্রবাসী বন্ধুর সাথে কক্সবাজার যাবার অনুরোধ। এমন দ্বন্দ্ব নিয়েই এগিয়ে যেতে থাকে গল্প।

গল্পে দেখা যায়, মাহমুদ আর দীপার প্রেম, আট-দশটা প্রেমের মতোই। তবে একই প্রতিষ্ঠানে পড়াশোনা না করার কারণে তাদের মধ্যে খুব একটা দেখা হয় না।

১৪ ফেব্রুয়ারি দেখা করবে বলে দুজনই মনস্থির করে। কিন্তু দু’জনেরই দুটো কাজ পড়ে যায়। মাহমুদ প্রথমে দীপাকে বলে ১৪ তারিখ বিকালে না দেখা করে সকালে করা যায় কিনা?

দীপা অভিমান করেন। মাহমুদ কি করবে বুঝে উঠতে পারে না। অন্যদিকে মাহমুদের প্রবাসী বন্ধু মাহমুদকে নিয়ে যেতে চায় কক্সবাজার। আর ঐ দিকে দীপা চায় তার সাথে দেখা করতে।

--------------------------------------------------------
আরও পড়ুন: নতুন রূপে সেই আলোচিত প্রিয়া
--------------------------------------------------------

কিন্তু ১৪ ফেব্রুয়ারি সকালে দীপা পত্রিকায় দেখে মাহমুদ নামের এক যুবকের মরদেহ মিলেছে কক্সবাজারে। এগিয়ে যেতে থাকে গল্প।

মাহমুদ ও দীপার চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও মেহজাবিন। অন্য চরিত্রে আছেন ঝুনা চৌধুরী, আয়েশা লাবণ্য প্রমুখ।

আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও সৈকত মাহবুবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফয়সাল রাজিব। নাটকটি ১৬ মার্চ, শুক্রবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।

আরও পড়ুন:

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh