• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

থানায় জিডির পর ফেসবুক আইডি উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৮, ১৯:০১
ছবি : সংগৃহীত

অভিনেতা, নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েতের ফেসবুক ইনবক্সে একটি মেয়ের সঙ্গে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে গাজী রাকায়েত মেয়েটিকে আপত্তিকর কিছু কাজের প্রস্তাব দেন।

তবে বিষয়টি অস্বীকার করেছেন গাজী রাকায়েত। তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে জানান। বিষয়টি নিয়ে তিনি রাজধানীর আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এই বিষয়ে তিনি সাইবার বিশেষজ্ঞের সহায়তা নিচ্ছেন বলে গত সোমবার জানান।

সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই ফেসবুক আইডি উদ্ধারে কাজ করছেন। এক ভিডিও বার্তায় জোহা বলেন, ‘দেশের বাইরে থেকে হয়তো কেউ কাজটি করেছেন। আমরা পরীক্ষা চালাচ্ছি। আশা করছি, শিগগিরই এ ব্যাপারে সব তথ্য জানতে পারবো। আর এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জোহা আরও বলেন, ‘শুধু ফেসবুক নয়, এতে যে ই-মেইল আইডি ব্যবহার করা হয়, সেটিও হ্যাক হয়েছিল। মূলত ভিপিএন অ্যাড্রেস ব্যবহার করে ই-মেইল ও ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়। আমরা এখন হ্যাকারের অবস্থান নির্ধারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

সাইবার বিশেষজ্ঞ জোহার সহায়তায় পরে ফেসবুক আইডি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh