• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘দ্য থিওরি অব এভরিথিং’

বিনোদন ডেস্ক

  ১৪ মার্চ ২০১৮, ১৮:৪১
ছবি : সংগৃহীত

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিলেন স্টিফেন হকিং। সেসময় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে পরিচয় হয় সাহিত্যের ছাত্রী জেনের সঙ্গে। এরপর তাদের বন্ধুত্ব, অতঃপর প্রেম। তারপর হঠাৎ করেই ‘মোটর নিউরন’ নামে দুরারোগ্য রোগে আক্রান্ত হন হকিং। তখন তার বয়স মাত্র ২১ বছর।

চিকিৎসক জানান, দুরারোগ্য এই রোগে কিছুদিনের মধ্যেই মারা যাবেন তিনি। কিন্তু চিকিৎসকদের সেই কথাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে হকিং এরপরও বেঁচে ছিলেন ৭৬ বছর বয়স পর্যন্ত। এদিকে হকিংয়ের এমন কঠিন রোগের কথা জানার পরও প্রেমিকা জেন তাকে বিয়ে করতে চান।

কিন্তু এই অবস্থায় প্রেমিকার কাছ থেকে পালাতে চেয়েছিলেন হকিং। শেষে প্রেমিকার ভালোবাসার জন্যই তাকে বিয়ে করেন। কিছুদিন পরে তাদের একটি সন্তান হয়। তবে ১৯৯৫ সালে হকিং-জেনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

স্টিফেন হকিং ও জেনের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দ্য থিওরি অব এভরিথিং’। পরিচালনা করেছেন জেমস মার্শ। জেন হকিং রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ ‘ট্র্যাভেলিং টু ইনফিনিটি: মাই লাইফ উইথ স্টিফেন’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি।
--------------------------------------------------------
আরও পড়ুন: মেনে নিয়েছেন অপু বিশ্বাস!
--------------------------------------------------------