• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ছোটপর্দার তারকাদের অন্যরকম উৎসব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৮, ১১:০৬
ছবি: পুরস্কার প্রদানের দৃশ্য।

শোবিজ তারকাদের পদচারণায় মুখরিত ছিল পুরো আয়োজন। ২০০৯ সাল থেকে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’-এর আয়োজন করে আসছে চারুনীড়ম ইনস্টিটিউট। এবারও ঢাকার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বসেছিল ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার ২০১৮’-এর আসর। রবিবার সন্ধ্যায় এই আয়োজনের পুরস্কার প্রদান করা হয়।

এবারের আয়োজনে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব ২০১৮’-এর পুরস্কার প্রদানের পাশাপাশি ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব ২০১৭’-এর পুরস্কারও প্রদান করা হয়। অনুষ্ঠানে দুই বছরের পুরস্কারপ্রাপ্তদের হাতেই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরা ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

চারুনীড়ম ইনস্টিটিউটের পরিচালক গাজী রাকায়েত বলেন, “২০০৮ সালে প্রায় সব চ্যানেলেই এক ঘণ্টার নাটক বন্ধ হয়ে গিয়েছিল। তাই পরের বছর মার্চে কেন্দ্রীয় শহীদ মিনারে টিভি নাটকের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ আন্দোলন শুরু হয়। একই বছর থেকে এই উৎসব আয়োজন করে আসছে চারুনীড়ম।”

এবছর বিজয়ী যারা- শ্রেষ্ঠ কাহিনিচিত্র: (গোল্ডেন এ প্লাস), শ্রেষ্ঠ পরিচালক: গৌতম কৈরি (শেষটা একটু অন্যরকম), শ্রেষ্ঠ অভিনেতা: আসাদুজ্জামান নূর (হোটেল আলবাট্রস), শ্রেষ্ঠ অভিনেত্রী: দীপান্বিতা মার্টিন (গোল্ডেন এ প্লাস), শ্রেষ্ঠ কাহিনিকার: আবু শাহেদ ইমন (গোল্ডেন এ প্লাস), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মেসবাহ উদ্দিন সুমন (মায়া), চিত্রকুসুম (অভিনয়): শার্লিন ফারজানা (দাস কেবিন), চিত্রকুসুম (পরিচালক): নুহাশ হুমায়ূন (হোটেল আলবাট্রস), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: নাজমুল হাসান (মায়া), শ্রেষ্ঠ চিত্রসম্পাদক: বাশার জর্জিস (হোটেল আলবাট্রস), শ্রেষ্ঠ রূপসজ্জাকারী: খলিল (মায়া), শ্রেষ্ঠ আবহ সংগীতকার: রাশিদ শরীফ শোয়েব (মার্চ মাসে শুটিং)।

২০১৭ সালের বিজয়ী যারা- শ্রেষ্ঠ কাহিনিচিত্র: মিছিলের মুখ (আবু হায়াত মাহমুদ), শ্রেষ্ঠ পরিচালক: গোলাম সোহরাব দোদুল (ডুয়েল প্লে), শ্রেষ্ঠ অভিনেতা: তারিক আনাম খান (মিছিলের মুখ), শ্রেষ্ঠ অভিনেত্রী: বিপাশা হায়াত (ডুয়েল প্লে), শ্রেষ্ঠ কাহিনিকার: মাসুদ হাসান উজ্জ্বল (ফসিলের কান্না), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মাসুম শাহরীয়ার (মিছিলের মুখ), চিত্রকুসুম পুরস্কার (অভিনয়): নাজিয়া হক অর্ষা (রূপকথার গল্প), চিত্রকুসুম (পরিচালক): সেরনিয়াবাত শাওন (লিফলেট), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: কামরুল ইসলাম শুভ (ফসিলের কান্না), শ্রেষ্ঠ চিত্র সম্পাদক: বাশার জর্জিস (শেষ আড্ডা), শ্রেষ্ঠ রূপসজ্জাকারী: জাহাঙ্গীর মেহদী (অনুরণন), শ্রেষ্ঠ আবহ সংগীতকার: তানভীর আলম সজীব (ডুয়েল প্লে)।

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh