• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নহির শাহর হেমাশ্রমে সাধুসঙ্গ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মার্চ ২০১৮, ১৩:৪৩
ছবি : সংগৃহীত

প্রবীণ লালন অনুরাগী ও বাউল সাধক নহির শাহর আশ্রম হেমাশ্রমে আগামীকাল ১০ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনের সাধুসঙ্গ। চলবে ১২ মার্চ পর্যন্ত। রওশনারা ও রশিদা ফকিরাণীর স্মৃতি বার্ষিকী স্মরণে হেমাশ্রমে এই সাধুসঙ্গ।

১০ মার্চ বিকেল থেকে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুরে অবস্থিত হেমাশ্রমে এসে আসন পেতে বসবেন খেলাফতধারী বাউলরা।

তবে মূল আয়োজন শুরুর আগে পাঁচ পদের নানা সামগ্রী যোগে আসন সাজানো হবে। যেখানে বাউলমতের পাঁচ ঘর স্মরণের পাশাপাশি সাধুসঙ্গের নিয়মাচ্ছন্ন সামগ্রীও স্থান পাবে। সাধুসঙ্গ সবার জন্য উন্মুক্ত থাকবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: কলকাতার সবাই শাকিবকে ভীষণ পছন্দ করে: দীপা খন্দকার
--------------------------------------------------------

নহির শাহ এ প্রসঙ্গে বলেন, ‌'প্রতিবছর এই সাধুসঙ্গের আয়োজন করছি আমরা। সাইঁজির বাণী আর সুরের মাঝে আমরা আমাদের দুজন প্রয়াত সঙ্গীকে স্মরণ করে থাকি। একইসঙ্গে বিশ্বমানবতার শান্তির বাণী প্রচার করা হয় এই সঙ্গে।'

হেমাশ্রম সাধুসঙ্গে লালন সাঁইজির বাণী পরিবেশন করার কথা রয়েছে, নহির শাহ, রওশন ফকির, মোহররম শাহ, ওয়াজ ফকির, আমিরুল ফকির, সামসুল শাহ।

রঞ্জনা ফকিরানী বুড়ি, এহিয়া আলম, টুনটুন ফকির, শেলী, বান্টু বিশ্বাস, বাদশা ফকির, রাজন ফকির, আরোজ ফকির ও পিয়ার ফকির, একতারা সাঁই কবির হোসেনসহ আরও অনেকের।

আরও পড়ুন:

পিআর/জেবি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh