• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

সেরা পরিচালক গিলিয়ের্মো দেল তোরো

বিনোদন ডেস্ক

  ০৫ মার্চ ২০১৮, ১০:৫৩
ছবি : সংগৃহীত

‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির জন্য এবার সেরা পরিচালকের অস্কার জিতেছেন গিলিয়ের্মো দেল তোরো। তার হাতে অস্কার তুলে দেন মারগট রবি। পুরস্কার হাতে নিয়ে গিলিয়ের্মো দেল তোরো বলেন, ‘সালমা হায়েকের মতো আমিও এখানে অভিবাসী। অনেক সংগ্রাম আর পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করেছি।’

তার পরিচালনায় এই সিনেমাটি এবারের অস্কারে ১৩ টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ‘প্যানস ল্যাবিরিন্থ’ খ্যাত এই বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। এই পুরস্কারের জন্য তিনি ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির সব শিল্পী ও কলাকুশলীকে ধন্যবাদ জানান।

--------------------------------------------------------
আরও পড়ুন: অস্কারে সেরা পার্শ্ব–অভিনেতা স্যাম রকওয়েল
--------------------------------------------------------

৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এবছর সেরা পরিচালকের মনোনয়ন তালিকায় আরও ছিলেন ক্রিস্টোফার নোলান (ডানকার্ক), জর্দান পিল (গেট আউট)ও পল থমাস অ্যান্ডারসন (ফ্যান্টম থ্রেড), গ্রেটা গারওইগ (ল্যাডি বার্ড)।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার, ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল।

এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের দর্শকেরা স্টার মুভিজ চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।

আরও পড়ুন:

পিআর/কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কার আসরে তালি দিয়ে ভাইরাল অভিনেতা কুকুর
যাদের হাতে উঠল ৯৬তম অস্কার পুরস্কার
অস্কারের মঞ্চে নগ্ন জন সিনা!
অস্কার জিতে নিলো ‘ওপেনহাইমার’
X
Fresh