• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘এরা কারা ভাই, কই থাকে…’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০১৮, ১৬:১৮
ছবি : অমিতাভ রেজা, ফারুকী ও মোহাম্মদ বারী।

‘শেষ পর্যন্ত জাফর ইকবাল স্যার। এরা কারা ভাই, কই থাকে। এটা কি অবিশ্বাস্য নয় যে একের পর এক ঘটনা ঘটে যায় আর আমাদের পুলিশ এদের ধরতে পারে না।’- এভাবেই নিজের ফেসবুকে লিখলেন ‘আয়নাবাজি’-খ্যাত নির্মাতা অমিতাভ রেজা।

প্রখ্যাত সাহিত্যিক, শিক্ষক জাফর ইকবালের উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে স্ট্যাটাস লিখেছেন। ক্ষোভে-প্রতিবাদে উত্তাল সারাদেশ। দেশের বিভিন্ন জায়গা হচ্ছে বিভিন্ন প্রতিবাদি সমাবেশ।

নাট্যব্যক্তিত্ব ড. মোহাম্মদ বারী ফেসবুকে লিখেন, ‘দিল্লীতে বসে মুহাম্মদ জাফর ইকবালের উপর নৃশংস হামলার খবর জেনেছি। বিলাসবহুল হোটেলে উঠেছি। রাত প্রায় শেষ হতে চললো, ঘুম আসছে না। এ দেশের ভবিষ্যৎ কী?’

‘স্বত্তা’ ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল তার ফেসবুকে লিখেন, ‘জাফর ইকবাল হারবেন না। হারবে না বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের জয় হবেই। মুক্তচিন্তার মানুষেরা জেগে উঠবে বারবার…।’

মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি তার ফেসবুকে লিখেন, ‘শহর থেকে দূরে, এক নির্জন নদীর ধারে যখন বসে ভাবছিলাম, দেশটা কত সুন্দর, জীবন কত সুন্দর। বেশ কয়েকটা ছবি তুলে ঠিক করলাম সারা পৃথিবীকে জানিয়ে দেই। কিন্তু ফেসবুকে ঢুকতে পুরো পৃথিবী আমাকে জানিয়ে দিলো আমরা আসলে কেমন অবস্থায় আছি।’

জাফর ইকবালের উপর হামলার একটি সংবাদ নিজের ওয়ালে শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, ‘অনেক চিন্তা আমার মনের কাছে আসছে। অনেক কিছু বলার জন্য।’

এদিকে জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে আজ রোববার বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আরটিভি অনলাইনকে এই তথ্য জানান।

আরও পড়ুন:

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh