• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এবার নির্যাতিতা নারীর চরিত্রে মেহজাবিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০১৮, ১৫:২৭

সাধারণত মেহজাবিনকে তার ভক্তরা রোমান্টিক চরিত্রেই বেশি দেখে থাকেন। তবে সেই রোমান্টিক ইমেজ ভেঙে নতুনভাবে হাজির হতে যাচ্ছেন এই পর্দা কন্যা। এবার নির্যাতিতা নারীর চরিত্রে মেহজাবিনকে দেখা যাবে।

তৌফিক এলাহীর রচনা ও পরিচালনায় ‘অনামিকার নীল উপাধ্যায়’ নাটকে একজন ধর্ষিতা নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী।

নাটকের গল্পে দেখা যাবে, বিয়ের পিঁড়িতে বসতে পারেনি অনামিকা। তার আগেই অনাকাঙ্ক্ষিত অঘটনে থমকে যায় তার জীবন। বিয়ের সানাইয়ের সুর নয়, প্রবল হতাশা আর আত্মহননের সুর তাকে গ্রাস করে।

তারপর বিপুল আত্মপ্রত্যয়ে ঘুরে দাঁড়ানোর যুদ্ধে অবতীর্ণ হয় অনামিকা। একসময়ের সহপাঠী বীথি তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ঘটনাচক্রে পরিচয় হয় বীথির পূর্ব পরিচিত তূর্যর সাথে। ধূসর অতীতকে পেছনে ফেলে আলোকিত ভবিষ্যতের পথে অনামিকার সঙ্গী হতে চান তূর্য।

কিন্তু অনামিকার জীবনে ঘটে যাওয়া সেই ভয়াল ঘটনার কথা জানার পরেও কি তূর্য অনামিকার পাশে থাকবেন?

‘অনামিকার নীল উপাধ্যায়’ নাটকে মেহজাবিনের বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা আব্দুর নূর সজল।

নাটকের অন্যান্য চরিত্রে আছেন সুষমা সরকার, শেলি আহসান, খালেকুজ্জামানসহ আরও অনেকে।

পরিচালক তৌফিক বলেন, সকল ধর্ষিতা নারীদের উৎসর্গ করে নাটকটি নির্মাণ করেছি। প্রায়ই দেখা যায় ধর্ষণের শিকার মফঃস্বল শহরের সাধারণ মেয়েরা লজ্জায়, অপমানে আত্মহত্যার পথ বেছে নেয়। নারী নির্যাতনের একটি উদাহরণ হলো ধর্ষণ এবং নির্যাতনকারীদের বিচারের জন্য কঠোর আইন আছে। আত্মহত্যায় অনুৎসাহিত করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যেই নাটকটি নির্মাণ করা হয়েছে।

‘অনামিকার নীল উপাধ্যায়’ নাটকটি আগামী ৯ মার্চ রাত ৯টা ০৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে দেখানো হবে।

আরও পড়ুন:

এম/কেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh