• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লালন দর্শন ছড়িয়ে পড়লে বন্ধ হবে হানাহানি

শেখ হাসান বেলাল

  ১৭ অক্টোবর ২০১৬, ২০:৪০

লালন ফকিরের সঙ্গীত, ধ্যান-ধারণা, কর্ম ও দর্শন ছড়িয়ে দিতে পারলে হানাহানির বদলে শান্তি আসবে বিশ্বে। এ প্রত্যাশায় দেশ-বিদেশের ভক্ত-অনুসারীরা এখন কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে। বাউল সম্রাট লালন ফকিরের ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে চলছে ৩ দিনের লালন স্মরণোৎসব। এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

লালন ফকির মৃত্যুর সময় তার শিষ্যদের বলেছিলেন, যে ঘরে তিনি থাকেন, সে ঘরেই যেন তাকে সমাহিত করা হয়।

১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক পরলোকে পাড়ি জমান সাধক ও বাউল সম্রাট লালন শাহ। আর সেই থেকে আখড়াবাড়িতে লালন স্মরণোৎসব করছেন তার ভক্তরা।

এদিকে, উদ্বোধনের পরেই লালনভক্ত আর দর্শনার্থীদের ভিড় এবং একতারা, দো-তারা আর ঢোল বাঁশির সুরে মুখর আখড়াবাড়ি।

সাধু আস্তানায় দিনরাত চলছে লালনের আধ্যাত্মিক গান।

আত্মার শুদ্ধি লাভ ও নিজেকে চেনার মাধ্যমে দর্শন মিলবে লালন সাইজির। এমন বিশ্বাসে আখড়াবাড়িতে আসা ভক্তরা বলছেন, লালনের বাণী সমাজে ছড়িয়ে পড়লেই বন্ধ হবে মানুষে-মানুষে হানাহানি আর সব অনিয়ম।

‘পারে লয়ে যাও আমায়’ শ্লোগানে মঙ্গলবার রাত পর্যন্ত চলবে লালন স্মরণোৎসব। মরমী সাধক লালনের দর্শন বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখবে, এমন বিশ্বাস লালন অনুসারীদের।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh