• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘রূপ অরূপের গল্প’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০১৮, ১১:০৪

আমাদের সমাজে মানুষের রূপকে সবচেয়ে বড় করে দেখা হয়। সত্যি কি রূপই মানুষকে মূল্যায়ন করার চূড়ান্ত মাপকাঠি? মানুষের অন্তরের রূপ আমরা কয়জন দেখতে পাই।

এমন একটা গল্প নিয়েই ‘রূপ অরূপের গল্প’ নাটকটি নির্মিত হয়েছে। গল্পে একজন এসিড দগ্ধ নারীর গল্প আর তার সংগ্রামের পথকে দেখানোর চেষ্টা করা হয়েছে। কোনো প্রতিকূলতাই জীবনকে থামিয়ে রাখতে পারে না।

নতুন করে জীবনে এগিয়ে যেতে হয়। আর আবিষ্কার করতে হয় জীবন সুন্দর। এ ধরনের চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করেছেন প্রভা।

এ ব্যাপারে প্রভা বলেন, ‘এমন চরিত্রের খোঁজে আমরা অপেক্ষা করি। একজন শিল্পী সব সময় চান নতুন কোনো গল্পে ও চরিত্রে নিজেকে আবিষ্কার করতে। এমনই একটি সুন্দর চরিত্র রূপা। আমি চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে অভিনয় করার। কতটা পেরেছি দর্শকই বলবেন।’

এই নাটকে প্রভার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। এমন গল্পের নাটকটিতে কাজ করতে পেরে তিনি নিজেও উচ্ছ্বসিত।

সজল বলেন, ‘আমি সব সময় চাই নারী এবং পুরুষকে সমান প্লাটফর্মে দেখতে। আর এই নাটকের গল্পটি এমনই। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।’

সজল-প্রভা ছাড়া আরও অভিনয় করেছেন নীলা ইসরাফিল, লুনা উপল, মম, পাপড়িসহ অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।

নারী দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় আগামী ১০ মার্চ রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে ‘রূপ অরূপের গল্প’ নাটকটি।

আরও পড়ুন:

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh