• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

থিয়েটার অলিম্পিকে ভারতে ‘মর্ষকাম’

পাভেল রহমান

  ০৩ মার্চ ২০১৮, ১৭:২১
ছবি : সংগৃহীত

বিশ্ব নাটকের সবচেয়ে বড় আসর থিয়েটার অলিম্পিক। প্রথমবার থিয়েটার অলিম্পিক অনুষ্ঠিত হয় গ্রিসে। এরপর জাপান, রাশিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, চীন, পোলান্ড হয়ে ৮ম থিয়েটার অলিম্পিকের আসর বসেছে এবার ভারতে।

থিয়েটার অলিম্পিক উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিসহ ১৫টি শহর সেজেছে বর্ণিল সাজে। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) এবারের থিয়েটার অলিম্পিক আয়োজন করেছে।

এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি নাট্যদল। বাংলাদেশের অন্যতম নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট গতকাল শুক্রবার রাতে থিয়েটার অলিম্পিকে অংশ নিতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে।

থিয়েটার আর্ট ইউনিটের দলপ্রধান রোকেয়া রফিক বেবী আরটিভি অনলাইনকে বলেন, ‘থিয়েটার অলিম্পিকে আমাদের ‘মর্ষকাম’নাটকের দুটি প্রদর্শনী হবে। আগামী ৫ মার্চ দিল্লির কামানী মিলনায়তনে এবং ৭ মার্চ কলকাতার ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে মর্ষকাম নাটকের প্রদর্শনী হবে। থিয়েটার আর্ট ইউনিটের ৩১সদস্যের একটি দল এখন ভারতে রয়েছে।’

থিয়েটার আর্ট ইউনিটের নাট্য প্রযোজনা ‘মর্ষকাম’লিখেছেন আনিকা মাহিন। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

নাটকটিতে অভিনয় করছেন- নুরুজ্জামান বাবু, মাহফুজ সুমন, মেহমুদ সিদ্দিকি, সাথীরঞ্জন দে, সম্পদ, সেলিম মাহবুব, হাসনাত প্রদীপ, সরকার জামান, স্বাধীন শাহ, সুজন রেজাউল, ফেরদৌস আমিন বিপ্লব, মোহাম্মদ বারী, পিয়ার মোহাম্মদ, চন্দন রেজা, লেমন, মোহাম্মদ রাকিব।

রোকেয়া রফিক বেবী বলেন, ‘থিয়েটার অলিম্পিকের মতো আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের সুযোগ পাওয়া নিঃসন্দেহে আনন্দের। একইসঙ্গে উত্তেজনারও বিষয়। থিয়েটার অলিম্পিকের মতো এতো বড় একটা পরিসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছি, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। ভালোলাগার পাশাপাশি শঙ্কাও কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘মর্ষকাম সংলাপধর্মী নাটক। ভিন্ন ভাষার মানুষরা এই নাটকটিকে কীভাবে গ্রহণ করবেন সেটা ভাবনার বিষয়। কলকাতার মানুষের কাছে আমাদের ভাষা যতো সহজ, দিল্লির কাছে ততোটাই কঠিন। ফলে দিল্লির দর্শকের কাছে নাটকটির মঞ্চায়ন অনেক বড় চ্যালেঞ্জ। বলা যায়, একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি।’

আরও পড়ুন:

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh