• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘তবুও ভালোবাসি তোমায়’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৯

মানুষ তার জীবনে বিভিন্ন সময়ে নানাভাবে প্রেমে পড়ে। আর এই প্রেমে পড়ার বিষয়টি কখনও কোনো সহজ সূত্র মেনে এগোয় না। কিংবা কোনো দুঃস্বপ্নের পর নতুন করে আবার বেঁচে ওঠার আশায় প্রেম নামক সহজাত যে অনুভূতি মানুষ নিজের মধ্যে বয়ে বেড়ায় নিরন্তর, শত সংকল্পের ভেতর দিয়ে, প্রাণান্ত চেষ্টা করেও সে নিজেকে ভালোবাসার সেই মোহ থেকে মুক্ত করতে পারে না।

যেমনটি পারেনি আদ্রিতা। আদ্রিতা সিঙ্গেল মাদার। মানসিকভাবে প্রতিবন্ধী তার একমাত্র মেয়ে রুমঝুমকে নিয়ে একাকী জীবন। সেই নিঃসঙ্গ জীবনে ঝড়ের মতোই শিহাবের আবির্ভাব। একদিন অফিসে যাওয়ার পথে ঘটনাক্রমে আদ্রিতার সাথে শিহাবের পরিচয় হয়। আর পরিচয়ের পথ ধরে হয় ঘনিষ্ঠতা।

ঘনিষ্ঠতার এই পথ ভালোবাসায় পূর্ণ রঙিন হওয়ার আগেই গল্পের কাহিনি বাঁক বদলায়। নানা ঘটনার ভেতর দিয়ে বাঁক বদলের এই ঢেউ দুজন মানষকে দূরবর্তী নিঃসঙ্গতায় একাকি পোড়ায়। এমন গল্প নিয়েই ‘তবুও ভালোবাসি তোমায়’ নাটকটির কাহিনি এগিয়ে যায়।

ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট টাইমের একক নাটক ‘তবুও ভালোবাসি তোমায়’ রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, খালেদা রিয়াজসহ অনেকে। নাটকটি আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভিতে প্রচার শুরু হবে।

আরও পড়ুন:

এম /পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh