• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুম্বাইয়ে শ্রীদেবীর মরদেহ, শেষকৃত্য বুধবার

বিনোদন ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৩

মৃত্যুর তিন দিন পর মুম্বাই পৌঁছালো বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ।

মঙ্গলবার রাত ১০টার দিকে মুম্বাই বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ। বিমানবন্দরের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে তার আন্ধেরির লোখান্ডওয়ালা এলাকার বাসায়।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। বিকেল সাড়ে ৩টায় ভিলে পার্লে শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে শ্রীদেবীর শেষকৃত্য।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৫৭ মিনিটে কাপুর পরিবার এবং ভারতীয় দূতাবাসের কাছে শ্রীদেবীর মরদেহ হস্তান্তর করে দুবাই পুলিশ।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের ধনকুবের অনিল আম্বানির প্রাইভেট জেট শ্রীদেবীর মরদেহ নিয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয়।

গত শনিবার দিনগত রাত ১১টায় মাত্র ৫৪ বছর বয়সে মারা যান শ্রীদেবী। দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের নিজের হোটেল কক্ষে মৃত্যুবরণ করেন তিনি।

পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কিছুদিন আগে স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে নিয়ে দুবাই যান বলিউডের শ্রী।

আরও পড়ুন:

কে/এ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
সূর্যের তাণ্ডব আর শেষের রোমাঞ্চে মুম্বাইয়ের দাপুটে জয়
X
Fresh