• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কেন ছাড়পত্র দেয়া হচ্ছে না শ্রীদেবীর মরদেহের?

আন্তর্জাজিক ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৩

দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারে নিজের হোটেল রুমে গত শনিবার রাতে বলিউড অভিনেত্রী শ্রীদেবী মারা যান বলে জানায় দেশটিতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের একটি সূত্র।

জানা গেছে, শ্রীদেবী বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে গেলে তাৎক্ষণিক তাকে দুবাইয়ের রশিদ হাসপাতালে নেয়া হয়। এই ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোটেল কর্তৃপক্ষ। তবে একজন কর্মচারী জানিয়েছেন যে হোটেলটি এখন পুলিশ তদন্তের অধীনে রয়েছে।

ভারতীয় দূতাবাসের ওই সূত্র জানায়, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় সময় সোমবার রাত ৮টায় খালিজ টাইমসে প্রকাশিত তথ্য মতে, ওইদিন সকাল ৭টা থেকে ৫টা পর্যন্ত স্বাভাবিক নিয়মেই তার মরদেহ মুহাইসনার সংরক্ষণাগারে রাখা হয়। উচ্চতর কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় মরদেহটির ছাড়পত্র দেয়া হবে।

মুহাইসনার এই সংরক্ষণ ইউনিটের একটি সূত্র জানিয়েছে, সেখানে শুধু একটা মরদেহ আছে এবং ওই ইউনিটের কর্মীচারীরা ইতোমধ্যে বাড়িতে চলে গেছেন।

এর আগে বিকেল ৪টা ৫৮ মিনিটে গণমাধ্যমটিতে প্রকাশিত তথ্য মতে, দুবাই পুলিশ জানিয়েছে যে জ্ঞান হারানোর পর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ভারতীয় এই অভিনেত্রীর। অধিক তদন্তের জন্য দুবাই পাবলিক প্রসিকিউশনের কাছে মামলাটি পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রীতি জিনতার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
‘ইন্ডাস্ট্রি কারো বাবার নয়’
X
Fresh