• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যালে ‘প্যারাডাইজ নেস্ট’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৯

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এক সময় হাতের কাছে দেখা মিললেও এখন প্রায় বিরল প্রজাতির পাখিই বলা হয় দুধরাজকে। এর ইংরেজি নাম প্যারাডাইজ ফ্লাইকেচার।

তবে অঞ্চলভেদে দুধরাজ, সাহেব বুলবুলি, শাহ বুলবুল নামেও পরিচিত। দেখতে বুলবুলির মতো হলেও এ পাখি বুলবুলের সমগোত্রীয় নয়।

আর এই দুধরাজ পাখি নিয়েই তৈরি হলো চলচ্চিত্র। নাম ‘প্যারাডাইজ নেস্ট’। আর এখানে চরিত্র কেবল পাখিই। সেই পাখির নাম দুধরাজ।

পাখির জীবন বৈচিত্র্য নিয়েই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আলোকচিত্রী আরিফ আহমেদ। সম্প্রতি চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে ইতালির একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

এবার ‘প্যারাডাইজ নেস্ট’র মুকুটে যোগ হতে যাচ্ছে আরও একটি অনন্য সাফল্য। সেটি হলো বন্যপ্রাণীদের উপর নির্মিত চলচ্চিত্র নিয়ে বিশ্বের একমাত্র চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ পেয়েছে স্বল্পদৈর্ঘ্যটি।

বাংলাদেশ থেকে এই উৎসবে অংশ নেয়া প্রথম ছবি হতে যাচ্ছে ‘প্যারাডাইজ নেস্ট’। তথ্য নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা।

আরিফ আহমেদ বলেন, ‘আগামী ১৪ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত মন্টানার মিসৌলা-তে অনুষ্ঠিত হবে ৪১তম ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে আমার ছবিটি প্রদর্শনের আমন্ত্রণ পেয়েছি। বন্যপ্রাণিভিত্তিক পৃথিবীর সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব এটি। বিশ্বের নামী দামি সব নির্মাতারা এখানে ছবি নিয়ে হাজির হবেন। তাদের ভিড়ে আমার ছবিটি প্রদর্শিত হবে ভেবে ভালো লাগছে।’

আরও পড়ুন:

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh