• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আইনি জটিলতায় পড়ছেন না প্রিয়া

বিনোদন ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০০

ভারতের সুপ্রিম কোর্টে তরুণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের বিরুদ্ধে ফৌজদারী মামলার সব কার্যক্রম স্থগিত করেছে। একদল মুসলিম ‘উইঙ্ক’ গানের জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

সর্বোচ্চ আদালত জানান, ভবিষ্যতে অন্য কোনো রাজ্যে প্রিয়ার বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা যাবে না। টাইমস অব ইন্ডিয়া।

মালায়লাম এই অভিনেত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে জরুরি শুনানি অনুষ্ঠিত হয়।

গানটিতে প্রিয়া তার এক্সপ্রেশনের মাধ্যমে কোটি মানুষের হৃদয় জয় করেছেন। গানটি মালায়লাম ‘অরু আদার লাভ’ সিনেমার।

--------------------------------------------------------
আরও পড়ুন: এ্যানির ‘অজগর কাণ্ড’
--------------------------------------------------------

প্রিয়ার গানটি প্রকাশের দশ দিনের মধ্যেই মাইলফলক তিন কোটি ৪০ লাখ বার দেখা হয়েছে। কিন্তু ১৮ বছর বয়সী এই তরুণীর ও ওই সিনেমার পরিচালকের বিরুদ্ধে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে হায়দরাবাদে এফআইআর দায়ের করা হয়।

তাদের বিরুদ্ধে মুম্বাইয়ে ও মহারাষ্ট্রের আওরঙ্গবাদে আরও দুটি এফআইআর দায়ের হওয়ায় তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন। এসময় তাদের আইনজীবী কথা ও মত প্রকাশের স্বাধীনতা অধিকার চেয়ে ওই এফআইআরগুলো বাতিলের আবেদন করেন।

পড়ালেখার পাশাপাশি র‌্যাম্প মডেল হিসেবে কাজ করছেন প্রিয়া। এছাড়া নৃত্যশিল্পীও তিনি। ভ্রু-নাচানোর কৌশল নাচ থেকেই রপ্ত করেছেন। প্রিয়া অভিনীত ‘অরু আদার লাভ’ ছবিটি মুক্তি পাবে আগামী মার্চে। ছবিটিতে প্রিয়ার উপস্থিতি মাত্র ৩০ সেকেন্ড। এতেই চমকে দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

এম/এ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh