• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নতুন নাটক ‘নিখোঁজ সংবাদ’

পাভেল রহমান

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৭
ছবি : সংগৃহীত

ভাষার মাসে হারানো শব্দের খোঁজে প্রতিপাদ্য নিয়ে মঞ্চস্থ হলো নাটক ‘নিখোঁজ সংবাদ’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নাটকটির সময়সীমা ১ ঘণ্টা ১০ মিনিট। প্রযোজনা করেছে নতুন থিয়েটার প্রতিষ্ঠান ‘কথা ও কাহিনি’।

রেজা আরিফের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একাধিক নাট্যদল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী। নাটকটি লিখেছেন গাউসুল আলম শাওন, রেজা আরিফ ও আদনান আদিব খান। উপদেষ্টা নির্দেশক হিসেবে আছেন তারিক আনাম খান।

নাট্যজন তারিক আনাম খান বলেন, ‘কথা ও কাহিনি নতুন একটি থিয়েটার প্রতিষ্ঠান। বাংলাদেশের থিয়েটারকে পেশাদারিত্বের জায়গায় নেয়ার জন্য এটা আমাদের ছোট্ট প্রয়াস।’

নাটকের প্রদর্শনী শেষে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে ভাষা-সংস্কৃতি আমাদের আত্মপরিচয়। বিশ্বায়নের আগ্রাসন থেকে নিজেদের সংস্কৃতিকে রক্ষা করা একজনের কাজ নয়। সবাই মিলে যেন আমরা নিজেদের ভাষা-সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারি।’

নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘বাংলাদেশ ও বিশ্বব্যাপী ভাষা ও শব্দহত্যার মহোৎসবের কালে নিখোঁজ সংবাদের মতো নাটক আমাদেরকে ভাষা ও শব্দের ব্যাপারে সচেতন করবে নিশ্চয়। সমালোচনা আছে লেখ্য রীতির, কারো কারো অভিনয়ের, এমনকি সাংগঠনিক সিদ্ধান্তের। কিন্তু আজ সে সব থাক। আজ শুধু একটি জরুরি নান্দনিক নাট্যদর্শনের ভালো লাগার অনুভূতি। ভাষা আন্দোলনের মাসে এ ধরনের নাটক উপহার দেয়ার জন্য তারিক আনাম খান ও নাটকের কলাকুশলীদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’

গাওসুল আলম শাওন বলেন, বাংলা অনেক সমৃদ্ধ ভাষা। এই ভাষার প্রচুর শব্দ রয়েছে। এই শব্দগুলো নিয়েই মূলত নাটকটি করা হয়েছে। এটা একটু অন্যরকম উদ্যোগ। মিডিয়ার কাজের সঙ্গে আমার অভিজ্ঞতা থাকলেও থিয়েটারে আমি নতুন। পেশাদার থিয়েটারের স্বপ্ন নিয়েই এই কাজটি করছি।

নাট্যশালায় আজ শুক্রবার বিকেল ৫টা ও রাত ৮টায় নাটকটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh