• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আলী যাকেরের সাথে কিছুক্ষণ’

পাভেল রহমান

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৮
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বরেণ্য অভিনেতা আলী যাকের শুক্রবার সকালে এক মুক্ত আড্ডায় অংশ নেবেন। সেখানে তার দীর্ঘ দিনের নাট্য অভিজ্ঞতার গল্প শোনাবেন। একইসঙ্গে বলবেন বর্ণাঢ্য জীবনের গল্প।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ‘আলী যাকেরের সাথে কিছুক্ষণ’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করেছে ‘থিয়েটার ফ্যাক্টরি’ নামের একটি সংগঠন।

আয়োজক সংগঠনের অন্যতম সদস্য অলোক বসু বলেন, একজন আলী যাকের যখন মঞ্চে ওঠেন নূরল দীন কিংবা গ্যালেলিও অথবা ম্যাকবেথ বা দেওয়ান গাজী হয়ে, তখন মিলনায়তনে সৃষ্টি হয় অসাধারণ এক নাট্যাবহ। তার অলোকসামান্য অভিনয়দ্যূতিতে জীবন্ত হয়ে ওঠে নাটকের চরিত্রেরা এবং রচিত হয় নতুন আর এক ইতিহাস।

আলী যাকের তার সুদীর্ঘ নাট্য অভিযাত্রার অভিজ্ঞতা বর্ণনা করবেন নিজের বয়ানে। তার সৃজিত চরিত্র ও নির্দেশিত নাটক নিয়ে বলবেন তার শিল্পসঙ্গীগণ।