• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সোনা চোরাচালানকারী মোশাররফ করিম!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জানুয়ারি ২০১৮, ১৪:০৭
ছবি : সংগৃহীত

দালালের সহায়তায় মধ্যপ্রাচ্য পাড়ি দিলেও সুবিধা না পেয়ে দেশে ফেরত আসে মোশাররফ করিম। ধারদেনা করে নি:স্ব হয়ে পড়েন। ক্রমাগত সঙ্কট আর মেহজাবীনের সাথে বিয়ের কথাবার্তায় আর্থিক চাপ অনুভব করে মোশাররফ করিম। চোরাচালানকারী চক্রের সদস্য আখম হাসানের খপ্পরে পড়ে যায়।

এয়ারপোর্ট টু এয়ারপোর্ট যাতায়াত। প্রতি চালানে নগদ টাকা। লোভ হলো। চলে বিশেষ প্রশিক্ষণ। এরপর কাস্টমস গোয়েন্দার নজরদারিতে ধরা পড়া। তবে শরীরে বিশেষভাবে বহন করায় তা উদ্ধারে চলে নাটকীয়তা। অবশেষে বাহককে হার মানতে হয়।

এভাবেই ‘স্বর্ণমানব’ নাটকের কাহিনী নিজের ফেসবুকে বর্ণনা করেন কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের মহাপরিচালক ড. মইনুল খান। শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালানের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ টেলিছবি ‘স্বর্ণমানব’।

ড. মইনুল খানের রচনা থেকে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার। পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এতে স্বর্ণমানব চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মইনুল খান বলেন, শাহজালাল বিমানবন্দরের অন্তরালে শুল্ক গোয়েন্দা সংস্থার গোয়েন্দা কাজের প্রতিচ্ছবি দেখা যাবে এই টেলিছবিতে।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে গোয়েন্দা কাহিনি নির্ভর শ্বাসরুদ্ধকর টেলিছবিটি প্রচার হবে আজ শুক্রবার, ২৬ জানুয়ারি রাত ৮টায় চ্যানেল আইয়ের পর্দায়। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মেহজাবিন, অপর্না ঘোষ, আখম হাসান, রওনক হাসান, আহসান হাবিব, সুজাত শিমুল, খালিদ মাহমুদ প্রমুখ।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে মোশাররফ করিম-তানিয়া বৃষ্টির ‘কপাল মন্দ’
‘ছেলেবেলার সঙ্গে এখনকার ঈদের বিস্তর ফারাক’
‘হাতকড়া’ নিয়ে প্রকাশ্যে হিমি-মোশাররফ করিম
আমি একটা তেলাপোকাও মারতে পারি না : মোশাররফ করিম
X
Fresh