• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ভাষা বিকৃতির প্রতিবাদে নাটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৮, ২১:১৮
ছবি: আশরাফুল আশীষ, শশী ও রাইসুল ইসলাম আসাদ।

ভাষার বিকৃতি এখন সব জায়গায়। বিশ্বায়নের চাপে অনেকেই তাদের মাতৃভাষা ভুলে যাচ্ছেন। বিলুপ্ত হচ্ছে নানা ভাষা। বাংলা ভাষাও এই আগ্রাসনের শিকার হচ্ছে। এজন্য ভাষা বিকৃতির প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষক রফিক সাহেব।

এই আন্দোলনে একাত্ম হয়েছেন অনেকে। তাদের দাবি ‘সর্বস্তরে বাংলা ভাষা চালু কর’। এমন গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘মূল্যায়ন’। এটি লিখেছেন পারভেজ ইমাম। পরিচালনা করছেন নুরুল ইসলাম। গত ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি নাটকটির শুটিং হয়েছে।

শুটিংয়ের একটি দৃশ্যে দেখা যায়, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, আশরাফুল আশীষ, অভিনেত্রী শশীসহ কয়েকজন ব্যানার নিয়ে শহীদ মিনারে মানববন্ধনে দাঁড়িয়েছেন।
-------------------------------------------------------
আরও পড়ুন: ১৪টি সোনার বারসহ ধরা পড়লেন মোশাররফ!

--------------------------------------------------------

অভিনেতা আশরাফুল আশীষ আরটিভি অনলাইনকে বলেন, এটি মূলত মহান ভাষা দিবসের নাটক। এই নাটকটিতে আমি অভিনয় করেছি চিত্র- সাংবাদিক মুরাদ নামের একটি চরিত্রে। যিনি ছোট একটি পত্রিকার সাংবাদিক হয়েও সমাজের নানা অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

নাটকের গল্পে দেখা যাবে, ভাষা বিকৃতির প্রতিবাদে আন্দোলন শুরু করেন শিক্ষক রফিক সাহেব। তার সঙ্গে একাত্ম হয়েছেন সাংবাদিক মুরাদসহ অনেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আশরাফুল আশীষ, শশি, প্রান্তি, জামানসহ অনেকে। প্রযোজনা করেছেন বোরহান খান।

আরও পড়ুন:

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ আসলে এখন মনে হয় বড় হয়ে গিয়েছি : ইভানা
‘বাবাকে ছাড়া কেমন যেন শূন্য মনে হয় নিজেকে’
ছয় নাটক নিয়ে সজীবের ঈদ
ঈদের একগুচ্ছ নাটকে চাঁদনী
X
Fresh